বাংলা হান্ট ডেস্ক : কংগ্রেস (Congress) নেতার কীর্তিতে দেশ জুড়ে নিন্দার ঝড়। উত্তরপ্রদেশের বাগপত জেলার কংগ্রেস সভাপতি ইউনুস চৌধুরী উত্তর প্রদেশের ক্ষমতাশালী সংখ্যালঘু নেতা। ২০২২ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেসের (Congress) টিকিটে ভোটে লড়েছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধেই এক মহিলাকে প্রকাশ্যে গোপনাঙ্গ দেখানোর অভিযোগ উঠেছে। সম্প্রীতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও।
ইউনুসকে দল থেকে বহিষ্কার করল কংগ্রেস (Congress)
সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত ওই কংগ্রেস (Congress) নেতা এক মহিলার বাড়িতে ঢুকে তাকে কুপ্রস্তাব দিচ্ছে। এমনকি সরাসরি যৌন সঙ্গমের জন্য জোরাজুরি করতে শুরু করে ইউনুস। যুবতী বারণ করা সত্ত্বেও ক্রমাগত নিজের গোপনাঙ্গ দেখাতে থাকে ওই নেতা। এরপর ইউনুস জোর করেই ওই যুবতীর ওপর চড়াও হয় এবং জোর করেই তাকে জাপটে ধরে।
এইভাবে ক্ষমতার আস্ফালন দেখিয়েই প্রকাশ্যে শ্লীলতাহানি করা হয় যুবতীর। ভিডিওতে প্রথম থেকেই দেখা গিয়েছে ওই মহিলা পুরো বিষয়টিতে আপত্তি জানিয়েছেন। তিনি একাধিকবার বলেছেন, ‘ আপনি বেরিয়ে যান। আমার মা এখনই চলে আসবেন, এটা ভুল।’ যার উত্তরে ইউনুস চৌধুরী বলতে থাকেন, ‘এটাই শেষবার।’ (এই ভিডিওটির সত্যতা বাংলা হান্ট যাচাই করেনি।)
আরও পড়ুন : উৎসবের মরসুমেই ফুলেফেঁপে উঠল সরকারি কোষাগার! GST বাবদ কত আয় হল অক্টোবরে?
গুণধর এই কংগ্রেস নেতার কান্ড দেখে নিন্দার ঝড় উঠেছে গোটা রাজনৈতিক মহলে। এবার তার বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নিয়ে নিল দল। ইউনুসের বিরুদ্ধে প্রকাশ্যে একজন মহিলাকে গোপনাঙ্গ দেখানোর অভিযোগ ওঠার পর ইতিমধ্যেই দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই ড্যামেজ কন্ট্রোল করতেই এদিন উত্তরপ্রদেশের বাগপত জেলা সভাপতি ইউনুস চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
Uttar Pradesh Congress Committee removed party leader Yunus Chaudhary from the post of President of District Congress Committee, Baghpat
The allegations levelled against you while you were the President of the District Congress Committee have tarnished the image of the party.… pic.twitter.com/rkheHvK0WY
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) November 3, 2024
উত্তর প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি অজয় রাই, ইউনুসকে বহিষ্কারের জন্য চিঠি একটি পাঠিয়েছেন। সেখানে লেখা রয়েছে, ‘জেলা কংগ্রেস কমিটির সভাপতি পদে থাকাকালীন আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল তাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই আপনাকে আপনার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।’ অন্যদিকে পদ খোয়ানোর পর কংগ্রেস নেতা ইউনুস দাবি করেছেন ভাইরাল ভিডিওর ওই ব্যক্তি আসলে তিনি নন তার বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করা হচ্ছে।