‘ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছি…’! জেতার পর এলাকা থেকে গায়েব, কী বলছেন পাঠান?

বাংলা হান্ট ডেস্কঃ ভোটে জেতার পর ‘ডুমুরের ফুল’ হয়ে গিয়েছেন তিনি! বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের (Yusuf Pathan) বিরুদ্ধে একাধিকবার বিরোধীদের সরব হতে দেখা গিয়েছে। তাঁকে এলাকায় না দেখতে পাওয়ার অভিযোগও উঠেছে। এবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূল নেতা নিজে। স্পষ্ট জানালেন, নিজের দায়বদ্ধতার কথা।

কী বললেন ইউসুফ (Yusuf Pathan)?

সাংসদ হিসেবে শপথগ্রহণের পর ইউসুফ (Yusuf Pathan) বিদেশে চলে খেলা নিয়ে ব্যস্ত ছিলেন বলে শোনা যাচ্ছিল। খেলার সুবাদে তাঁকে বিদেশে যেতে হয়েছিল বলে খবর। কিন্তু তাই বলে বহরমপুরের মানুষের প্রতি নিজের দায়বদ্ধতার কথা কিন্তু ভোলেননি তৃণমূল সাংসদ। স্পষ্ট বলেন, ‘এখানকার সাধারণ মানুষের জন্য আমার কাজ করার আছে। আমি এখানকার মানুষের কাজ আটকে যেতে দেব না’।

ইউসুফ পরিষ্কার বলেন, তিনি যেমন রাজনীতির প্রতি দায়বদ্ধ, তেমনই পরিবার এবং খেলার প্রতিও দায়বদ্ধ। খেলার সুবাদে আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি। কিন্তু তাই বলে বহরমপুরের মানুষের উন্নয়ন থমকে যেতে দেবেন না বলে জানিয়েছেন পাঠান।

আরও পড়ুনঃ এই ইস্যুতে ‘হাইভোল্টেজ’ বৈঠকে বসছেন মোদী-মমতা! ফাঁস দিনক্ষণ

তৃণমূল (Trinamool Congress) সাংসদের কথায়, ‘ভোটের আগে আমি যে সকল প্রতিশ্রুতি দিয়েছি সেগুলি পালনের বিষয়ে আমি দায়বদ্ধ’। ইউসুফের সংযোজন, ‘আমি স্পোর্টস অ্যাকাডেমি করার কথা বলেছিলাম, সেসব বিষয়ে নানান দফতরের সঙ্গে কথা হচ্ছে। জমি নেওয়ার জন্যেও কথা চলছে। আমি এখানকার মানুষের জন্য যে যে কাজ করার কথা বলেছি, সেগুলো এবার করব’।

উল্লেখ্য, রাজনীতির দুনিয়ায় পা রেখেই জয়ের স্বাদ পেয়েছেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটার। হেভিওয়েট অধীর চৌধুরীর তাঁরই গড়ে পরাজিত করেছেন তিনি। যদিও বিরোধীদের অভিযোগ ছিল, রেজাল্ট বেরনোর পর সেভাবে এলাকায় দেখা যায়নি ইউসুফকে (Yusuf Pathan)।

tmc candidate yusuf pathan election campaign

জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাসের কথায়, ‘উন্নয়ন থেকে পিছিয়ে পড়বেন। আমরা আগেই বলেছিলাম, ইউসুফ পাঠান একজন ক্রিকেটার। ওনার নিজের জীবন রয়েছে। রাজনীতিতে এসেছেন, জিতে ফিরে গিয়েছেন। ওনাকে খেলা চালাতে হবে। আগে খেলা, পরে কাজ’। তবে খেলা এবং রাজনীতি- দুই দিকেই যে তাঁর দায়বদ্ধতা রয়েছে তা এদিন স্পষ্ট করে দেন তৃণমূল সাংসদ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর