শপথ নেওয়ার সময় মুখে ‘জয় গুজরাত’ ধ্বনি, তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের কাণ্ডে শোরগোল

বাংলাহান্ট ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ পাঠানের (Yusuf Pathan) নাম ঘোষণা হতেই তোলপাড় পড়ে গিয়েছিল বঙ্গ রাজনীতিতে। এ তো ‘বহিরাগত’, ‘গুজরাটি’ এমন ভাষাতেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকাকে আক্রমণ শানিয়েছিলেন বিরোধীরা। যদিও ভোটের ফলাফলে ঘরের ছেলে অধীর চৌধুরীকে হারিয়ে বহরমপুরের মাটিতে জয়ী হয়েছেন ‘বহিরাগত’ ইউসুফই। তবে এসবের মাঝেই এবার প্রথমবার সংসদে শপথ নিতে গিয়ে বিরাট কাণ্ড ঘটালেন নবনির্বাচিত তৃণমূল সাংসদ।

ভরা সংসদ। একে একে সাংসদরা শপথ নিচ্ছেন। ইউসুফ পাঠানও শপথ নিলেন সকলের মতোই। তবে সব শেষে ‘টুইস্ট’। শপথ নেওয়ার সময় ‘জয় হিন্দ’, ‘জয় বাংলা’র পাশাপাশি ইউসুফের মুখে শোনা গেল ‘জয় গুজরাত’ ধ্বনি। যা নিয়েই শুরু হয়েছে তুমুল চৰ্চা।

   

After winning the election, Yusuf Pathan announced his big plan.

চব্বিশের লোকসভা নির্বাচনের হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি ইউসুফের। আর সাংসদ হিসেবে শপথ নেওয়ার পরই শুরু নতুন বিতর্ক। গুজরাটের ভাদোদরায় জন্ম ইউসুফের। তাই কী নিজের জন্মভূমি নিয়ে ধ্বনি দিতে শোনা গেল ইউসুফকে! নাকি অন্য কোনো কারণ! এই নিয়েই রাজনৈতিক মহলে নানো কথা।

প্রসঙ্গত ভোটের কিছুদিন আগে ‘বহিরাগত’ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনেছিলেন বহরমপুরের তৃণমূল সাংসদ। বলেছিলেন, ‘নরেন্দ্র মোদী আদতে গুজরাতের হলেও নির্বাচনে বারাণসী থেকে লড়াই করেন। এটা আসলে মানুষের ভালোবাসার ফল। আপনার মধ্যে যদি কাজ করার ইচ্ছা এবং ক্ষমতা থাকে তাহলে দেশের যে কোনও প্রান্ত থেকে ভোটে লড়তে পারেন। আর এটা তো আমার ঘর। এটা আমি আগেও বলেছি। আমি বাংলায় থাকতে এসেছি’।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর