নেতা-মন্ত্রীরা তো চুনোপুটি! কত টাকার মালিক TMC প্রার্থী ইউসুফ পাঠান? জানলে ভিরমি খাবেন

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার ব্রিগেড সমাবেশ থেকে ২০২৪ লোকসভা ভোটের (Loksabha Vote) প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আর ৪২ জনের সেই তালিকার মধ্যেই সব চাইতে বড় চমক ইউসুফ পাঠান (Yusuf Pathan)। আসন্ন নির্বাচনে মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়বেন তিনি। বড় পাঠানের নাম সামনে আসতেই রাজ্য-রাজনীতিতে শোরগোল।

এতদিন KKR-এর হয়ে কাঁপিয়েছেন বাইশ গজ, এবার TMC প্রার্থী হয়ে ভোট ময়দানে ইউসুফ পাঠান। গতকাল থেকে নতুন করে সংবাদ শিরোনামে উঠে এসেছেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন ক্রিকেটার। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন লোকসভা নির্বাচনে প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর মুখোমুখি হতে পারেন ইউসুফ।

ভাই ইরফানের মত ইউসুফও অবশ্যই একজন সফল ক্রিকেটার। বাইশ গজ থেকে অবসর নেওয়ার পর মনোনিবেশ করেছেন ব্যবসায়িক কাজে। বিনিয়োগ করে কোটিপতি ইউসুফ হয়েছেন ব্যবসায়ীও। বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল বাংলো কি নেই তার। লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে সাধারণ মানুষের এখন কৌতূহল ইউসুফের সম্পত্তির পরিমাণ নিয়ে? ঠিক কত টাকার মালিক ইউসুফ? আসল তথ্য জানলে চোখ কপালে উঠবে আপনারও।

caknowledge.com থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, সব মিলিয়ে প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটারের ৩০ মিলিয়ন ডলার বা প্রায় ২৪৮ কোটি টাকার সম্পদের অধিকারী। ক্রিকেট থেকে তার বার্ষিক আয় ২০ কোটি টাকারও বেশি। সূত্রের খবর, ইউসুফের মোট সম্পত্তির মূল্য প্রায় ৩০ মিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ২২০ কোটি টাকা।

yusuf w

আরও পড়ুন: ‘দেশকে দুর্নীতিমুক্ত করা যাবে না’! নিয়োগ মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের

ইউসুফ পাঠানের রয়েছে ফোর্ড এন্ডেভাওয়র, বিএমডব্লিউ এক্স ফাইভ। বরোদায় রয়েছে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ডিসাইনার হাউস। এছাড়াও দামী গাড়ি, কোম্পানি সহ দেশের একাধিক জায়গায় ইউসুফ পাঠানের নামে সম্পত্তি রয়েছে বলে সূত্রের খবর।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর