বাংলাহান্ট ডেস্ক: বয়স মোটে এক বছর। অথচ এর মধ্যেই ইউভানের (yuvaan) জনপ্রিয়তা অনেক তারকাদের থেকেও বেশি। রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (subhashree ganguly) দুজনেই টলিউডের নামী তারকা। রাজ আবার রাজ্যের শাসক দলের বিধায়কও বটে। হেভিওয়েট বাবা মায়ের সন্তানও যে ছোট থেকেই জনপ্রিয় হবে তাতে কোনো সন্দেহ ছিল না।
তবে বাবা মায়ের নামের জোরে নয়, নিজের মিষ্টি মুখ দিয়েই সবার মন জয় করে নিয়েছে ইউভান। জন্মের পরেই তার নামে তৈরি হয়ে গিয়েছে একাধিক ফ্যানপেজ। এমনকি ইউভানের জনপ্রিয়তা পৌঁছে গিয়েছে বলিউডেও। বিরাট অনুষ্কার মেয়ে এবং করিনা কাপুর খানের ছোট ছেলে হিসাবে ইউভানের ছবি দিয়ে ভিডিও বানিয়েছে একটি হিন্দি ইউটিউব চ্যানেল।
‘টলিউডের তৈমুর’ বলেও পরিচিতি পেয়েছে শুভশ্রীর ‘রাজপুত্র’। এক মাথা কোঁকড়া চুল, বড় বড় চোখ আর দুষ্টু মিষ্টি হাসি দিয়ে সকলের মন ভুলিয়ে দিতে পারে ইউভান। বাবা পরিচালক, মা নামী অভিনেত্রী। বড় হয়ে ইউভান যদি ফিল্মি জগতে আসে তবে নায়ক হিসেবে তার জায়গা পাকা হতেই পারে। এ নিয়ে দ্বিমত নেই নেটনাগরিকদের।
শুভশ্রী আগেই জানিয়েছিলেন, ছবির শুটিংয়ের সময় ইউভানকে সঙ্গেই রাখবেন তিনি। আউটডোর শুট হলেও ছেলেকে নিয়েই যাবেন। শুটিংয়ের পরিবেশেই বড় হোক ইউভান, এমনটাই চান শুভশ্রী।
https://www.instagram.com/p/CWE-51so-Z7/?utm_medium=copy_link
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। মায়ের কোলে বসে আদর খেতে দেখা গিয়েছে ইউভানকে। সাদা ধুতি, লাল পাঞ্জাবি পরে বসে রয়েছে সে, মুখে আলতো হাসি। নেটিজেনরা আদরে আদরে ভরিয়ে দিয়েছেন ছোট্ট ইউভানকে।