ইউভান সাজল স‍্যান্টাক্লজ, বড়দিনের আগেই ছোট্ট ভাই ঈশানকে ভরিয়ে দিল উপহারে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ডিসেম্বর এসে গিয়েছে। আর এক সপ্তাহ পরেই বড়দিন। বড়দিন মানেই স‍্যান্টাক্লজ! লাল সাদা পোশাকে দাড়িওয়ালা বুড়ো এসে চুপিচুপি মোজা ভর্তি করে উপহার রেখে দিয়ে যায়। পাশ্চাত‍্য সংষ্কৃতিকে এ দেশীয় লোকেরাও বেশ আপন করে নিয়েছে। ক্রিসমাস আসতে এখন কিছুদিন দেরি থাকলেও ঈশানের (yishaan) স‍্যান্টাক্লজ কিন্তু হাজির হয়ে গিয়েছে। সঙ্গে নিয়ে এসেছে এত্ত এত্ত উপহার!

ভাবছেন যশ-নুসরত পুত্রের স‍্যান্টাক্লজ কে? বাবা যশ দাশগুপ্ত বুঝি? না, যশ নন। তবে নিশ্চয়ই মা নুসরত জাহান। না, তিনিও স‍্যান্টাক্লজ নন। ঈশানের এই মিষ্টি স‍্যান্টাও হল আরেক খুদে। তিনি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের আদরের পুত্র ইউভান (yuvaan)। যতই সে এখনো ছোট থাকুক না কেন, সম্পর্কে তো ইউভান ঈশানের বড় দাদা।


আর ক্রিসমাসের আগে বড় দাদারই তো দায়িত্ব ছোট ভাইকে উপহার দেওয়ার। তাই ঈশানের জন‍্য স‍্যান্টা সাজল ইউভান। ভাইয়ের জন‍্য দু হাত ভরে উপহার পাঠিয়েছে সে। তার মধ‍্যে রয়েছে সফট টয়, লাল সবুজ বেলুন, খেলনা, শীতের জামাকাপড় সহ আরো অনেক কিছু। ঈশান তো এখনো ছোট্ট। তাই তার হয়ে মা নুসরতই ধন‍্যবাদ জানিয়ে দিয়েছেন ইউভানকে।


উপহারের ছবি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে নুসরত লিখেছেন, ‘ধন‍্যবাদ ইউভান ভাইয়া… ঈশানের তরফে’। সঙ্গে রাজ ও শুভশ্রীকেও ট‍্যাগ করে দিয়েছেন অভিনেত্রী। পাল্টা শুভশ্রীও নুসরতের স্টোরি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন।


গত ক্রিসমাসে বাড়িতেই ডেকোরেশন করে বড়দিন পালন করেছিলেন রাজ ও শুভশ্রী। সেই সঙ্গে নতুন লুকে সেজে উঠেছিল ইউভানও। সাদা শার্ট, নীল প‍্যান্টে দেখা গিয়েছিল তাকে। সঙ্গে চুলে স্পাইক। এছাড়া স‍্যান্টার লাল টুপি পরে উপহারের বাক্সের মধ‍্যে বসেও ক‍্যামেরাবন্দি হয়েছিল ইউভান। এবার বড়দিনে ঈশানকেও স‍্যান্টার সাজে দেখা যায় কিনা তারই অপেক্ষা অনুরাগীদের।

X