বাংলাহান্ট ডেস্ক: বাবা মায়ের চোখের সামনে দেখতে দেখতে বড় হয়ে যায় সন্তান। দু মাস বয়স থেকে কবে যে দু বছর কেটে যায় তা বোঝাই যায় না। মা বাবার স্নেহ, আদরের নিশ্চিন্ত আশ্রয় ছেড়ে জীবনযুদ্ধে সামিল হওয়ার জন্য পা বাড়ায় ছেলে মেয়েরা। বাবা মায়ের কাছে এ মুহূর্ত বড়ই আবেগের, গর্বের। এই সময়টার মধ্যে দিয়েই যাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) এবং পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। নতুন জীবনে পা রাখতে চলেছে ইউভান (Yuvaan)।
কিছুদিন আগেই ছেলের গ্র্যাজুয়েশনের ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। না না, মাত্র আড়াই বছর বয়সে সত্যি সত্যিই গ্র্যাজুয়েট হয়ে যায়নি ইউভান। আসলে তার প্লে স্কুলের শেষ দিনে সব খুদেদের জন্য বিশেষ গ্র্যাজুয়েশন সেরিমনির ব্যবস্থা করা হয়েছিল, প্লে স্কুল শেষ করে হাই স্কুলে পা রাখা সেলিব্রেট করতে।
অবশেষে এসেও গেল সেই দিন। পিঠে ব্যাগ ঝুলিয়ে সেজেগুজে নতুন স্কুলে চলল ইউভান। দুটি ছবি শেয়ার করেছেন শুভশ্রী। লাল টিশার্ট, ডেনিম হাফ প্যান্ট, পায়ে জুতো মোজা গলিয়ে, গলায় আই কার্ড আর পিঠে ব্যাগ নিয়ে নতুন স্কুলে যাওয়ার জন্য একদম তৈরি ইউভান। পেছনে কালো টিশার্ট যোগা প্যান্টে দেখা গেল শুভশ্রীকেও।
পোস্টের ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘প্রথম দিন, বড় স্কুল, শুভেচ্ছা আমার সোনা’। কমেন্ট করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ফলক রশিদ রায়রা। শ্রাবন্তী লিখেছেন, ‘সোনা বাবা’। অনেকে কমেন্টে লিখেছেন, ইউভানকে দ্য হেরিটেজ স্কুলে ভর্তি করেছেন রাজ শুভশ্রী।
২০২০-র সেপ্টেম্বরে সন্তানের জন্ম দিয়েছিলেন শুভশ্রী। তার কিছুক্ষণ পরেই সদ্যোজাতর মুখ প্রকাশ্যে এনেছিলেন রাজ। দেখতে দেখতে কেটে গিয়েছে দু বছর। নেটিজেনদের কাছে ইউভান ‘অ্যাডভান্স বেবি’। একা একা উঠে দাঁড়ানো, হামাগুড়ি থেকে হাঁটা সবকিছুই সময়ের আগেই শিখে গিয়েছে সে। বাবা মায়ের দৌলতে দু চাকা থেকে চার চাকায় বসা, শরীরচর্চা সব করে ফেলেছে ইউভান। রাজ শুভশ্রী ছেলেকে কোনো কিছুতেই বাধা দেন না।