বয়স হয়নি এক বছর, মামা জিতের হাত ধরে গানের জগতে পা রাখল ইউভান!

বাংলাহান্ট ডেস্ক: দিন দিন বাড়ছে ইউভানের (yuvaan) জনপ্রিয়তা। এক বছর বয়স হতে তার আর মাত্র কয়েকদিনই বাকি। এর মধ‍্যেই সে খুদে সেলিব্রিটি। এমনকি খ‍্যাতির নিরিখে মা বাবা শুভশ্রী গাঙ্গুলী (subhashree ganguly) ও রাজ চক্রবর্তীকেও ছাড়িয়ে গিয়েছে ইউভান। ছেলের ছবি শেয়ার করলেই মুহূর্তে ভাইরাল।

মাত্র ছয় মাস বয়সেই টলোমলো পায়ে দাঁড়াতে শিখে গিয়েছিল ইউভান। অনেকেই সে দৃশ‍্য দেখে বলেছিলেন ইউভান ‘অ্যাডভান্স বেবি’। আধো আধো বুলিতে বাবা ডাকতেও শিখে গিয়েছে সে। সেই সঙ্গে বাইক, গাড়ি সবই চালানোর প্রশিক্ষণও পেয়ে গিয়েছে বাবা রাজের কাছ থেকে। তাহলে আর গিটারটাই বা বাকি থাকে কেন!

IMG 20210821 124353
তবে রাজ নয়, ইউভানকে গিটার বাজাতে শেখানোর দায়িত্ব নিলেন মামা জিৎ গাঙ্গুলী (jeet ganguli)। দিন কয়েক আগেই ভাগ্নের সঙ্গে প্রথম পরিচয় হয়েছে তাঁর। নেটমাধ‍্যমের দৌলতে মুহূর্তের মধ‍্যে ভাইরাল সে ছবি। নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলেও ছবিটি রেখে দিয়েছেন জিৎ। এবার আদরের ভাগ্নেকে গিটার বাজাতে শেখালেন তিনি।

https://www.instagram.com/p/CSjUhD4MxfS/?utm_medium=copy_link

ভিডিওটি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন শুভশ্রী। সেখানে দেখা যাচ্ছে জিতের পাশে বসে গিটারের তারে আঙুল ছোঁয়াচ্ছে ইউভান। খুদের আগ্রহ দেখে আপ্লুত জিৎ। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি ইউভানকে। ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

https://www.instagram.com/p/CSzVsjeBnB4/?utm_medium=copy_link

সম্প্রতি মায়ের সঙ্গে প্রথম ফটোশুট করতে দেখা গিয়েছিল ইউভানকে। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি সাদা কালো ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। সেখানে মায়ের সঙ্গে ইউভানকেও পোজ দিতে দেখা গিয়েছিল। ছবিটি শেয়ার করে শুভশ্রী লিখেছিলেন, ‘সঙ্গে থাকুন’। অর্থাৎ ছেলেকে সঙ্গে নিয়ে অনুরাগীদের যে বেশ বড় সারপ্রাইজ দিতে চলেছেন তিনি তা বোঝাই গিয়েছে। ফটোশুটের ক‍্যামেরার পেছনের ভিডিও তুলে ধরেছেন শুভশ্রী। বেশ খেলার মেজাজে দেখা গিয়েছে ইউভানকে। ছেলের কাণ্ড দেখে মুখে হাসি অভিনেত্রীর।

Niranjana Nag

সম্পর্কিত খবর