ছোট্ট স‍্যান্টা বড় হয়ে যাচ্ছে, উপহারের ডালি নিয়ে শুভশ্রীর সঙ্গে হাজির ইউভান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দুদিন আগেই গিয়েছে ক্রিসমাস। সামনেই বর্ষবরণের উৎসব। তবুও বড়দিনের রেশই এখনো কাটিয়ে উঠতে পারেনি বাঙালি। তারকা থেকে আমজনতা সকলেই মেতে উঠেছিলেন বড়দিন উদযাপনে। টলিপাড়ায় যারা সদ‍্য মা হয়েছেন সেই তালিকায় অন‍্যতম শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় (subhashree ganguly)। গত বছরের মতো এ বছরেও ছেলে ইউভানকে (yuvaan) স‍্যান্টাক্লজ সাজিয়েছেন অভিনেত্রী।

লাল জামা প‍্যান্ট, মোজা পরে উপহারের পাশে হাসিমুখে বসে রয়েছে ছোট্ট ইউভান। এক মাথা কোঁকড়া কোঁকড়া চুল ঢাকা স‍্যান্টা টুপিতে। মায়ের কোলে চেপে এক মনে ক্রিসমাস ট্রি সাজাতেও দেখা গিয়েছে ইউভানকে। ছেলেকে জড়িয়ে ধরে হাসিমুখে ক‍্যামেরার দিকে তাকিয়ে শুভশ্রী। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার স‍্যান্টা ইউভান। সকলকে মেরি ক্রিসমাস।’


কমেন্ট বক্সে ভালবাসা উপচে পড়েছে নেটনাগরিকদের। ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন ফলক রশিদ রায়, মনামী ঘোষ, দেবলীনা কুমাররা। নেটিজেনরা মিষ্টি স‍্যান্টাকে দেখে আপ্লুত। একজন লিখেছেন, ‘এই স‍্যান্টাকে আমার চাই।’ আরেকজন লিখেছেন, ইউভানের হাসিটা পুরো শুভশ্রীর মতো।

গত ক্রিসমাসেও বাড়িতেই ডেকোরেশন করে বড়দিন পালন করেছিলেন রাজ ও শুভশ্রী। সেই সঙ্গে নতুন লুকে সেজে উঠেছিল ইউভানও। সাদা শার্ট, নীল প‍্যান্টে দেখা গিয়েছিল তাকে। সঙ্গে চুলে স্পাইক। এছাড়া স‍্যান্টার লাল টুপি পরে উপহারের বাক্সের মধ‍্যে বসেও ক‍্যামেরাবন্দি হয়েছিল ইউভান।

https://www.instagram.com/p/CX5q81HpdB1/?utm_medium=copy_link

ক্রিসমাসের আগেই ছোট ভাই ঈশানকে স‍্যান্টা সেজে উপহার পাঠিয়েছিল ইউভান। ভাইয়ের জন‍্য দু হাত ভরে উপহার পাঠিয়েছিল সে। তার মধ‍্যে ছিল সফট টয়, লাল সবুজ বেলুন, খেলনা, শীতের জামাকাপড় সহ আরো অনেক কিছু। ঈশান তো এখনো ছোট্ট। তাই তার হয়ে মা নুসরতই ধন‍্যবাদ জানিয়ে দিয়েছিলেন ইউভানকে। ক্রিসমাসে ঈশানকেও দেখা গিয়েছিল স‍্যান্টার সাজে।

সম্পর্কিত খবর

X