ক‍্যামেরা দেখেই উত্তেজিত, খিলখিলিয়ে উঠল ইউভান, খুদে তারকার মিষ্টি ভিডিও ভাইরাল নেটপাড়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মা বাবা শুভশ্রী গাঙ্গুলী (subhashree ganguly) ও রাজ চক্রবর্তীর (raj chakraborty) আদরে ধীরে ধীরে বড় হয়ে উঠছে ইউভান (yuvaan)। সঙ্গে রয়েছে হাজারো অনুরাগীদের আদর, ভালোবাসা। মাত্র চার মাস বয়সেই জনপ্রিয়তা আকাশ ছোঁয়া ইউভানের। খুদের একটি ছবি বা ভিডিও (video) শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়।

সম্প্রতি ইউভানের একটি নতুন ভিডিও শেয়ার করেছেন রাজ। ক‍্যামেরা দেখেই খিলখিলিয়ে হেসে উঠতে দেখা গিয়েছে ছোট্ট ইউভানকে। আবার মাঝে মাঝে খুব সিরিয়াস ভঙ্গিতেও ক‍্যামেরার দিকে তাকাতে দেখা গেল তাকে। ভিডিওটি শেয়ার করে রাজ লিখেছেন, ‘কি উত্তেজনা’। খুদে তারকার এই মিষ্টি ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।


সম্প্রতি বিরাট অনুষ্কা মেয়ের নাম ও ছবি প্রকাশ‍্যে আনেন সোশ‍্যাল মিডিয়ায়। তবে মেয়ের মুখ একেবারেই দেখাননি তাঁরা। কিন্তু তা সত্ত্বেও ‘বলিউড সিটি’ নামে একটি ইউটিউব চ‍্যানেল প্রকাশ করে ভামিকার মুখের ছবি। তবে তা ভামিকার নয়, বরং ইউভানের।

https://www.instagram.com/p/CK7yfduJ94i/?igshid=1d69z2mrrwe9c

ভিডিওটির ‘থাম্ব নেল’এ দেখা যায় ইউভানকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিরাট। আসলে ছবিটি রাজেরই। তবে টলিউড পরিচালকের মুখের জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে বিরাটের মুখ ও কোলের ইউভানকে চালানো হয়েছে ভামিকা বলে।

বিষয়টি প্রকাশ‍্যে আসতেই শুরু হয় ট্রোল। শুভশ্রী গাঙ্গুলীর ফ‍্যানপেজের তরফে রাজ ও ভাইরাল থাম্ব নেলটি পাশাপাশি কোলাজ করে তুলে ধরা হয়। অভিযোগ জানানো হয়, বলিউড ইউভানের ছবিকে ভামিকার বলে চালাচ্ছে। এমনকি বিষয়টি নজরে আসতে শুভশ্রী নিজেও স্টোরিতে পোস্ট করেন এই ছবি।

প্রসঙ্গত, ইউভানের চার মাস পূর্ণ হওয়ার দিন ছবিটি পোস্ট করেন শুভশ্রী। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে সেদীন ছেলের মিষ্টি কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন শুভশ্রী। বাবা রাজের কোলে চেপে ক‍্যামেরার দিকে দু চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে দেখা যায় ইউভানকে। খেলনা নিয়ে নিজের মনে খেলার সময়ের বা ছেলের খিলখিল হাসির ছবিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী।

সম্পর্কিত খবর

X