সবেতেই অ্যাডভান্স! মাত্র দেড় বছর বয়সেই মায়ের হাত ধরে লিখতে শিখল ইউভান

বাংলাহান্ট ডেস্ক: বড় হয়ে গেল ইউভান (yuvaan)। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের (subhashree ganguly) চোখের মণি দেখতে দেখতে পূর্ণ করে ফেলল দেড় বছর। হাতেখড়িও হয়ে গেল ছোট্ট ইউভানের। মা শুভশ্রীর হাত ধরেই প্রথম বার লিখতে শিখল তারকা সন্তান। সরস্বতী পুজোতেই মাত্র দেড় বছর বয়সে হাতেখড়ি হয়ে গেল ইউভানের।

পরিচালক প্রযোজক তথা বিধায়ক রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থায় প্রতি বছরই ধুমধাম করে সরস্বতী পুজো হয়। হাজির থাকেন ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা। এ বছর ১০ এ পা দিল রাজ এন্টারটেনমেন্টের সরস্বতী পুজোর অনুষ্ঠান। আর এই দিনটাকেই ছেলের হাতেখড়ি দেওয়ার জন‍্য বেছে নিয়েছেন রাজ শুভশ্রী।

IMG 20220204 161250
পুরোহিত নয়, মা শুভশ্রীর হাত ধরেই প্রথম অক্ষর পরিচয় হল ইউভানের। জন্মদাত্রীর দেখাদেখি স্লেট ভর্তি করে অ আ লিখল সে। এর আগে শুভশ্রীই ছেলেকে টুকটাক পড়াশোনার দিকে মনোযোগী করিয়েছিলেন। এবার তিনিই শেখালেন লেখা। প্রথম বার লিখে নাকি দারুন খুশি ইউভান।

এদিন বাবার মতোই ছেলেও সেজেছিল পাজামা পাঞ্জাবিতে। লাল স্লিভলেস ব্লাউজ ও লাল পাড় সাদা শাড়ি পরেছিলেন শুভশ্রী। পাশে খয়েরি রঙা পাঞ্জাবি ও ঘিয়ে পাজামায় যথারীতি ঝকঝকে রাজ। আমন্ত্রিতদের জন‍্য মেনুতে ছিল ভোগের খিচুড়ি, ভাজা, তরকারি, কড়াইশুঁটির কচুরি, আলুর দম, চাটনি, মিষ্টি।

শুক্রবার বৃষ্টির দিনে শুভশ্রীর সঙ্গেই লুকোচুরি খেলায় মাততে দেখা গিয়েছিল ইউভানকে। ছেলের সঙ্গে খুনসুটির একটি ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শুভশ্রী। ভিডিও শুরু হতেই ছেলেকে খুঁজছেন তিনি, ‘ইউভান কই, ইউভান কোথায়’ বলে।

ক‍্যামেরা পাশে ঘোরাতেই হাসিমুখে টুকি করে সারপ্রাইজ দেয় ছোট্ট ইউভান। আবার একগাল হেসে ছোট্ট ছোট্ট দুটো দুধের দাঁত দেখিয়ে ‘হাই’ও বলে অনুরাগীদের। ব‍্যস, নিমেষে মন ভাল সব্বার। ভিডিওতে ছোটদের ছড়া উল্লেখ করে শুভশ্রী লিখেছেন, ‘রেইন রেইন গো অ্যাওয়ে, কাম অ্যাগেইন অ্যানাদার ডে। লিটল ইউভান ওয়ান্টস টু প্লে, রেইন রেইন গো অ্যাওয়ে।’ মিষ্টি ইউভানকে দেখে খুশি হয়েছিলেন নেটিজেনরাও।


Niranjana Nag

সম্পর্কিত খবর