২০১৯-র বিশ্বকাপ কী কারণে হেরেছিল ভারত? খোলসা করলেন যুবরাজ সিং

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০১৯ ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপে মোটের ওপর ভালোই পারফরম্যান্স করেছিল ভারত। কিন্তু বিরাট কোহলির দলকে টুর্নামেন্টের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়। লো স্কোরিং ম্যাচে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষপর্যন্ত বাজি মারেন উইলিয়ামসনরা। ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল তারা।

বৃষ্টি-বিঘ্নিত ম্যাচটি শেষ হতে দুই দিন লাগে। ৯ ই জুলাই ম্যাচ শুরু হলেও তা সেইদিন বৃষ্টির কারণে ভেস্তে যায়। দ্বিতীয় দিনে রান তাড়া করতে নেমে ব্যর্থ হয় ভারত। ভেঙে যায় কোটি কোটি ভারতবাসীর মন। কিন্তু কেন এত কাছে গিয়েও ছোঁয়া গেলনা বিশ্বকাপ। এই নিয়ে এবার মুখ খুলেছেন ভারতকে ২০১১ একদিনের ক্রিকেটের বিশ্বকাপ জেতানো তারকা যুবরাজ সিং।

indian cricket team 1

তার মতে ভারতের ২০১৯ বিশ্বকাপের দলের মিডল অর্ডার অনেকটাই অনভিজ্ঞ ছিল। তার মতে অনভিজ্ঞ মিডল অর্ডার বিরাট কোহলির দলের ওপর একটা চাপ হয়ে দাঁড়িয়েছিল। বিজয় শঙ্কর কিংবা রিশভ পন্থ অতটা অভিজ্ঞ ছিলেন না তখনও বলে মনে করেন যুবরাজ। যার ফলে টপ অর্ডার ব্যর্থ হওয়ায় মিডল অর্ডার চাপ সামলাতে ব্যর্থ হয়।

তাছাড়া যুবরাজ সিং মনে করেন টপ অর্ডারে তিন জনের পর ভারতীয় দলে কোনও কিছুই নির্দিষ্ট ছিল না। সুপরিকল্পিত চিন্তার অভাব ছিল। যুবরাজ জানিয়েছেন যখন তারা ২০১১ বিশ্বকাপ জিতেছিলেন তখন সবার ব্যাটিং পজিশন নির্দিষ্ট ছিল। কিন্তু ২০১৯ বিশ্বকাপের সময় তা হয়নি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর