বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের প্রাক্তন কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং এবং বর্তমান প্রজন্মের সেরা ব্যাটার বিরাট কোহলির মধ্যে ভালো সম্পর্কের কথা আজ আর কারোর কাছেই গোপন নয়। প্রকাশ্যে বেশ কয়েকবার একে অপরের প্রশংসা করেছেন দুজনেই। দুজনের মধ্যে প্রচুর মিল রয়েছে। দুজনেই মাঠের বাইরে পার্টি লাইফ পছন্দ করেন। দুজনেই ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত। সম্প্রতি ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ কোহলিকে একটি আবেগঘন চিঠি লিখেছেন। এতে তিনি বিরাটের খেলার প্রতি ভালোবাসা ও শৃঙ্খলার কথা তুলে ধরেছেন।
কোহলির জন্য একটি বিশেষ উপহারও পাঠিয়েছেন পাঞ্জাবের তারকা ক্রিকেটার। তিনি চিঠিতে লিখেছেন, “আমি বিরাটের কেরিয়ারের সেরা সময় দেখেছি। তুই বিশ্বের কাছে কিং কোহলি হতে পারিস, কিন্তু তুই সবসময় আমার কাছে সবসময় সেই চিকুই থাকবি।” কোহলিকে গোল্ডেন বুট উপহার দিয়েছেন যুবি। তিনি লিখেছেন যে ক্রিকেটে আপনার অবদানের জন্য আমার পক্ষ থেকে একটি গোল্ডেন বুট। ১৯৮৩ সালের পর, যখন ভারতীয় দল ২০১১ সালে একদিনের বিশ্বকাপ জিতেছিল, তখন যুবরাজ সেই বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছিলেন। ব্যাটের পাশাপাশি বল হাতেও বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখেন তিনি। সেই দলের সদস্য ছিলেন বিরাট কোহলিও। এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী প্রথম ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন যুবরাজ।
যুবরাজ কোহলিকে আরও লিখেছেন- “আমি আপনার কেরিয়ার এবং ব্যক্তিত্বের উত্থান হতে দেখেছি। একসময় গ্রেট খেলোয়াড়দের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পারফরম্যান্স করতেন। আর এখন তরুণদের মধ্যে গ্রেট হিসাবে যুক্ত হয়েছেন। মাঠে নতুন খেলোয়াড়দের পথ দেখাচ্ছেন। অনুশীলনের জন্য নেটে আপনার শৃঙ্খলা দুর্দান্ত। আপনি পূর্ণ উদ্যমে মাঠে প্রবেশ করুন। খেলার প্রতি আপনার আবেগ লক্ষ লক্ষ তরুণদের ব্যাট ধরতে এবং ভারতীয় দলে যোগ দিতে অনুপ্রাণিত করেছে।”
মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শততম টেস্ট পূর্ণ করবেন কোহলি। গত মাসে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পর আচমকাই টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। এর আগে, তিনি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন এবং তারপর বিসিসিআই তাকে ওয়ান ডে-তে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না কোহলি। তাকে বায়ো বাবল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে।