“হিন্দুরা গদ্দার! ওদের মা-বোনরাও পণ্য ছিল” জন্মদিনে বাবার এই মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী যুবরাজ সিং

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন ভারতীয় তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) বাবা যোগরাজ সিং (Yograj Singh) বরাবরই একটি বিতর্কিত চরিত্র। যোগরাজ সিংয়ের মুখে কখনো কোনো কথায় আটকায় না। তিনি মনে করেন যখন যেটা খুশি সেটাই বলে দেওয়া যায়। সেই কারণেই তিনি প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে যখন যা খুশি বলেছেন। এমনকি যুবরাজের ভারতীয় দলে সুযোগ না পাওয়ায় সরাসরি ধোনির দিকে আঙুল তুলেছেন তিনি। এছাড়াও নিজের স্ত্রী-কেও প্রকাশ্যে গালমন্দ করতে ছাড়েননি যোগরাজ সিং।

তবে এবার সবকিছুকে ছাপিয়ে গেলেন যোগরাজ সিং। জড়িয়ে পড়লেন বড়োসড়ো বিতর্কে। সরাসরি হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করে বসলেন যোগরাজ সিং। দিল্লি সীমান্তে আন্দোলনকারী কৃষকদের সমর্থনে গিয়েছিলেন যুবরাজ সিং। সেখানেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে তিনি বলে বসেন, “হিন্দুরা গদ্দার। ওদের মা মা-বোনেরাও পণ্য হয়েছে একটা সময়।” যোগরাজের এমন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় যোগরাজের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় হিন্দুধর্মাবলম্বী মানুষরা। অনেকেই যোগরাজকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

যোগরাজ সিংয়ের এমন বিতর্কিত মন্তব্যের জন্য বারবার বিপদের মুখে পড়তে হয় যুবরাজ সিং কে। অনেকেই যোগরাজ সিংয়ের এমন মন্তব্যের জন্য যুবরাজ সিংয়ের ওপর ক্ষোভ প্রকাশ করেন। আর আজ যুবরাজ সিং নিজের জন্মদিনে তিনি সরাসরি বললেন, ” মিস্টার যোগরাজ সিংয়ের এমন মন্তব্যে আমি দুঃখিত এবং হতাশ। ওনার মতামতের সঙ্গে আমার আদর্শ, মতামতের অনেক ফারাক রয়েছে। জন্মদিন ইচ্ছে পূরনের দিন আর তাই আজ আমি নিজের জন্মদিনে চাইবো দেশের কৃষকদের সঙ্গে সরকারের সমস্ত ঝুট-ঝামেলা যাতে মিটে যায়। কারণ কৃষকরা আমাদের অন্ন দাতা, ওদের কষ্ট কখনই সহ্য করা যায় না। তাই আমি চাইব দ্রুত এই ব্যাপারটি নিষ্পত্তি হোক।”

Udayan Biswas

সম্পর্কিত খবর