চাহালকে বিদ্বেষমূলক মন্তব্যের জন্য চাপে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন যুবরাজ সিং।

এই মুহূর্তে লকডাউনের জেরে সমস্ত ভারতীয় ক্রিকেটাররা সকলেই বাড়িতেই রয়েছেন। বাড়িতে থাকার সুবাদে এই দিন ইনস্টাগ্রামে লাইভ চ্যাটে যুক্ত হয়েছিলেন প্রাক্তন ভারতীয় বাঁহাতি তারকা অলরাউন্ডার যুবরাজ সিং এবং বর্তমান ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। সেই সময় তাদের কথপোকথনের মাঝে হটাৎই ঢুকে পড়েন জাতীয় দলের রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল। তখন চাহাল কে উদ্দেশ্য করে যুবরাজ সিং মজার ছলে কয়েকটি বিদ্বেষমূলক কথা বলেন। আর মুহূর্তের মধ্যে সেই অংশটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই কটাক্ষ করে যুবরাজ সিং কে বলেন তার এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে চাহালের কাছে।

যুজবেন্দ্র চাহাল কে বিদ্বেষমূলক মন্তব্য করে বিপাকে পড়ে যান যুবরাজ সিং। সোশ্যাল মিডিয়া জুড়ে ‘যুবি মাফি মাঙ্গো’ ট্যাগ লাইন ছড়াছড়ি হয়ে যায়। এমনকি একজন দলিত অধিকার কর্মী এবং আইনজীবী রজত কলসন পুলিশে অভিযোগ দায়ের করেন যুবরাজ সিংয়ের বিরুদ্ধে। চাপে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নিলেম প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। টুইট করে যুবি জানালেন যে, তিনি কোনো বিদ্বেষমূলক মন্তব্যকে সমর্থন করেন না।

790047285adfc2f901255a2cfcebad004836dcf455d47ea0da525d0d66beb7629431affb

ভারতের 2011 বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং জানালেন যে তার মন্তব্যে যদি কেউ কখনো আঘাত পেয়ে থাকেন তাহলে তিনি দুঃখিত। সেই সাথে তিনি তার এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর