ভিডিওঃ কৃষক আন্দোলনে হিন্দু আর মহিলাদের বিরুদ্ধে চরম বিতর্কিত বয়ান দিলেন ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা

বাংলা হান্ট ডেস্কঃ কৃষক আন্দোলনের সমর্থনে দিল্লী বর্ডারে পৌঁছান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহ’এর (Yuvraj Singh) বাবা যোগরাজ সিংহ (Yograj Singh) হিন্দুদের বিরুদ্ধে বিতর্কিত বয়ান দিয়ে শিরোনামে উঠে এসেছেন। যোগরাজ সিংহ কৃষক আন্দোলনের সময়ে ভাষণ দিতে গিয়ে হিন্দুদের নিয়ে এমন মন্তব্য করে বসেছেন, যার জন্য ওনাকে গ্রেফতার করার দাবি উঠেছে। ওনার ভাষণের ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়ে যায়। যদিও আমাদের পক্ষে এই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

Yograj Singh

যুবরাজ সিংহ’এর বাবা যোগরাজ সিংহ’এর ভাষণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে ওনাকে পাঞ্জাবি ভাষায় ভাষণ দিতে শোনা যাচ্ছে। ভাষণে হিন্দুদের গদ্দার বলতে শোনা গিয়েছে ওনাকে। উনি ভাষণ দেওয়ার সময় বলেন, ‘হিন্দুরা গদ্দার, ওঁরা কয়েকশ বছর মুঘলদের গোলামি করেছে।” শুধু তাই নয়, উনি মহিলাদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন ভাষণে।

https://twitter.com/HardikDodiya_/status/1334914333969580032

সোশ্যাল মিডিয়ায় অনেকেই যুবরাজ সিংহ’এর বাবা যোগরাজ সিংহ’এর ভাষণের নিন্দা করেছেন। জানিয়ে দিই, এর আগেও বেশ কয়েকবার যোগরাজ সিংহ নিজের বয়ান নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। এর আগে যোগরাজ সিংহ প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে বিতর্কিত বয়ান দিয়েছিলেন। উনি ধোনির উপর ক্ষোভ প্রকাশ করে বিতর্কিত বয়ান দিয়ে শিরোনামে উঠে এসেছিলেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর