যারা কোনো দিন আন্তর্জাতিক ম্যাচই খেলেন নি তারা কীভাবে নির্বাচকের দায়িত্বে? এই প্রশ্ন তুলে ফের নির্বাচকদের একহাত নিলেন যুবি।

প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার তথা সিক্সার কিং যুবরাজ সিং এবার ভারতের ক্রিকেটের জাতীয় নির্বাচনকে কড়া ভাষায় আক্রমণ করলেন। বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে হেরে যখন চারিদিকে সমালোচনা শুরু হয়েছে ক্রিকেটার নির্বাচন নিয়ে। সেই সময় মুম্বাইতে সাংবাদিক সম্মেলন করেছিলেন যুবরাজ সিং বললেন এম কে এস প্রসাদের নেতৃত্বাধীন জাতীয় ক্রিকেট নির্বাচকদের মন্ডলীর অভিজ্ঞতা কম রয়েছে। অর্থাৎ যুবরাজ সিং এটাই বোঝাতে চেয়েছে যে আধুনিক ক্রিকেট সম্বন্ধে তাদের অভিজ্ঞতা নেই বললেই চলে। এর সাথে যুবি এটাও বলেন যে আধুনিক ক্রিকেট সম্বন্ধে চিন্তাভাবনায় আরও অনেক উন্নতি করতে হবে বর্তমান নির্বাচকমণ্ডলী কে।

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচন মন্ডলী নিয়ে বিভিন্ন ক্ষেত্র থেকে নানান প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে যুবি বলেন যে অবশ্যই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের আরো উন্নত মানের নির্বাচন দরকার যারা বর্তমান ক্রিকেট সম্বন্ধে জ্ঞান রাখেন সেই রকম নির্বাচন এলে ভারতের ক্রিকেট আরো উন্নতি করবে। সেই সাথে যুবি এটাও বলেন এতজনের মধ্যে যে 15 জনকে নির্বাচন করা একটা অত্যন্ত কঠিন কাজ। কিন্তু এই কঠিন কাজকে সহজ করে তোলায় নির্বাচকদের কাজ। আর তাই ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিং মনে করেন আরও উন্নত মানের নির্বাচক প্রয়োজন ভারতীয় ক্রিকেট দলের।

7735172079fc42a03963e94c575aa01bd0f289a3

এইদিন যুবি বলেন যে বর্তমানে ভারতীয় দলের প্রধান নির্বাচক এম কে এস প্রসাদ মাত্র 6 টি টেস্ট এবং 17 টি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আর এত কম আন্তর্জাতিক ম্যাচ খেলা একজনকে কিভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের মতো এত বড়ো ক্রিকেট বোর্ড তাদের জাতীয় নির্বাচকের দায়িত্ব দেয় সেটাই তিনি বুঝতে পারছেন না। অপরদিকে তিনি বলেন এম কে এস প্রসাদ নেতৃত্বাধীন যে সমস্ত নির্বাচকরা রয়েছেন তারা আন্তর্জাতিক ম্যাচ খেলেন নি বললেই চলে। আর তাই হয়তো তারা আন্তর্জাতিক ক্রিকেটের মর্ম বুঝতে পারছেন না।

Udayan Biswas

সম্পর্কিত খবর