যুবরাজের সঙ্গে প্রেম করে অঙ্গদকে বিয়ে! সত‍্যিটা জেনে ক্রিকেটার বলেছিলেন, ‘আমার কুকুরদের বেশি ভালবাসি’

বাংলাহান্ট ডেস্ক: ক্রিকেটের সঙ্গে বিনোদন জগতের মেলবন্ধন বহু পুরনো। একাধিক ভারতীয় ক্রিকেটার বিয়ে করেছেন বলিউড অভিনেত্রীদের। তাঁদের মধ‍্যে অন‍্যতম যুবরাজ সিং (Yuvraj Singh)। অভিনেত্রী হেজেল কিচের সঙ্গে সুখের সংসার তাঁর। তবে বিয়ের আগে আরো একজন অভিনেত্রীর সঙ্গেও তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তিনি নেহা ধুপিয়া‌ (Neha Dhupia)।

এখন অভিনেতা অঙ্গদ বেদীকে (Angad Bedi) বিয়ে করেছেন নেহা। ২০১৮ সালে তাঁদের বিয়েটা হঠাৎ করেই হয়েছিল। সোশ‍্যাল মিডিয়ায় আচমকা নেহা অঙ্গদের বিয়ের ছবি দেখে চমকে গিয়েছিলেন সকলে। এমনকি জুটির ঘনিষ্ঠ বন্ধুরাও নাকি জানতেন না এই বিয়ের ব‍্যাপারে। এদের মধ‍্যে একজন যুবরাজ সিং।

1564865
নেহা ও অঙ্গদ দুজনের সঙ্গেই এক সময় খুব ভাল বন্ধুত্ব ছিল ভারতীয় ক্রিকেট তারকার। এমনকি যুবরাজ নাকি অঙ্গদের সবথেকে ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। কিন্তু তাঁদের বিয়ের পরেই শেষ হয়ে যায় সেই বন্ধুত্ব। ঠিক তার পরপরই এক বন্ধুত্ব দিবসে সোশ‍্যাল মিডিয়ায় একটি বিষ্ফোরক পোস্ট করেন যুবরাজ।

কারোর নাম না করেই তিনি লিখেছিলেন, ‘এক্ষুণি মনে পড়ল গতকাল বন্ধুত্বের দিন ছিল। যাদের আমি বন্ধু বলে ভাবতাম তাদের কিছু বলতে চাই! এক বছরের অভিজ্ঞতার পর আমি খুব খুশি এটা বলতে পেরে যে আমি আমার পোষ‍্য কুকুরদের বেশি ভালবাসি। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু শেখা হয়। যাই হোক শুভ বন্ধুত্ব দিবস।’

https://www.instagram.com/p/BmJeEXfh7zT/?utm_medium=copy_link

যুবরাজের কটাক্ষটা যে নেহা অঙ্গদের দিকেই ছিল তা পরে স্পষ্ট হয়ে যায়। পরবর্তীকালে নেহার একটি পডকাস্ট শো তে অতিথি হয়ে এসে ওই কটাক্ষের উত্তর দেন অঙ্গদ। তিনি বলেন, তাঁর প্রিয় বন্ধু একটি বার্তা দিয়েছিলেন ফ্রেন্ডশিপ ডে তে। কিন্তু তাঁর মনে হয়েছে ব‍্যাপারটা খুব ছেলেমানুষি হয়েছে।

angad neha001
নিজের দোষ স্বীকার করে অঙ্গদ বলেছিলেন, তাঁর উচিত ছিল যুবরাজকে আরেকটু সময় দেওয়া। কিন্তু বিয়ের সিদ্ধান্তটা তখনি নেওয়া খুব জরুরি ছিল। যুবরাজের রাগ করা স্বাভাবিক। তবে অঙ্গদ এও আশা করেছিলেন যে তাঁদের ভুল বোঝাবুঝিটা তাড়াতাড়ি মিটে যাক।

Niranjana Nag

সম্পর্কিত খবর