যুবরাজ এবং আফ্রিদি দুজনেই চান আরও বেশি করে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হোক।

এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের রাজনীতির সম্পর্ক যে পরিস্থিতিতে দাঁড়িয়ে তাতে দুই দেশের মধ্যে ক্রিকেট খেলা প্রায় অসম্ভব। দীর্ঘ কয়েক বছর ধরে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে। আর এবার এই নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার যুবরাজ সিং এবং পাকিস্তানের প্রাপ্তন ক্রিকেটার শহীদ আফ্রিদি। এই দুজনের মতে ভারত এবং পাকিস্তানের মধ্যে যত বেশি পরিমাণে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হবে ততই ক্রিকেটের পক্ষে ভালো হবে।

একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ সিং জানিয়েছেন 2004, 2006 এবং 2008 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের কথা এখনও আমার মনে পড়ে। তবে এই মুহূর্তে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। আমরা ক্রিকেটাররা ভালোবেসে ক্রিকেট খেলি কিন্তু আমরা কখন কার বিরুদ্ধে ক্রিকেট খেলবো সেটা ঠিক করার ক্ষমতা আমাদের নেই, সেটা ঠিক করে দেয় বিসিসিআই। তবে আমি মনে করি ভারত এবং পাকিস্তানের মধ্যে যত বেশি সংখ্যক দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হবে ততই ক্রিকেটের পক্ষে সেটা শুভদায়ক হবে।

212275217ea51b52dfb582e048dc88ea3e193f01d

আর এই কথা বারেবারে শোনা যায় প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক শাহিদ আফ্রিদির মুখে। তিনি বলেছেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যত বেশি সংখ্যক ম্যাচ হবে ততোই ক্রিকেটের পক্ষে ভালো। এছাড়াও আফ্রিদির মতে যদি ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ হয় তবে সেটা ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজের থেকেও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে ক্রিকেটপ্রেমীদের কাছে।


Udayan Biswas

সম্পর্কিত খবর