বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত বছরটা সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) কাছে কেটেছে একটা স্বপ্নের মতো। ভারতীয় টি-টোয়েন্টি দলে (Team India) নিজেকে অপরিহার্য করে তুলেছেন এই তারকা ক্রিকেটার। তার ব্যাটিং দেখে ক্রিকেট ভক্তদের মনে পড়ে গিয়েছে এবি ডিভিলিয়ার্সের ব্যাটিংয়ের কথা। বড় প্রতিযোগিতা গুলিতে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ হলেও গোটা বছরে তার ধারাবাহিক পারফরম্যান্সের জন্য তিনি আইসিসির (ICC) বিচারে ২০২২ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটের নির্বাচিত হয়েছেন।
কিন্তু টি-টোয়েন্টিতে যতটা গুরুত্বপূর্ণ স্কাই, ঠিক ততটাই ব্যর্থ তিনি ওডিআই ফরম্যাটে। সাম্প্রতিক অতীতে শ্রেয়স আইয়ারের চোটের কারণে তিনি ধারাবাহিকভাবে ওডিআই ফরম্যাটে সুযোগ পেয়ে গিয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি মনে রাখার মত উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে তিনি মনে রাখার মতো যা করেছেন সেটা তাকেই লজ্জা দেবে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের ভারতীয় দলকে হারতে হয়েছে ২-১ ব্যবধানে। এই হারের সবচেয়ে বড় কারণগুলির মধ্যে একটি ছিল মিডল অর্ডারে সূর্যকুমার যাদবের পারফরম্যান্স। তিনটি ওডিআইতেই তিনি প্রথম বলেই আউট হয়ে ড্রেসিংরুমে ফেরেন। এর আগে কোন ভারতীয় ক্রিকেটারের নামের পাশে টানা তিন ম্যাচে গোল্ডেন ডাক করার লজ্জা ছিল না।
এরপর অনেকেই সূর্যকুমার যাদবের উপর টি-টোয়েন্টি বাদে অন্য ফরম্যাটে ভরসা করার কোনও মানে খুঁজে পাচ্ছেন না। ম্যানেজমেন্ট তাকে যথাযথ সুযোগ দিয়ে চলেছে অনেক যোগ্য ক্রিকেটারদের বঞ্চিত করে। কিন্তু তার ওপর রাখা সেই ভরসার দাম তিনি দিতে পারছেন না। অনেকেই মনে করছেন যে ওডিআই বিশ্বকাপের আগে তাকে পুরোপুরি দল থেকে ছেঁটে ফেলে অন্য যোগ্য ক্রিকেটারদের তার জায়গায় সুযোগ দিতে। কিন্তু তাদের সঙ্গে একমত পোষণ করেন না ভারতের ওডিআই ক্রিকেটের কিংবদন্তি যুবরাজ সিং।
সম্প্রতি টুইট করে তিনি ভারতীয় মিস্টার ৩৬০ ডিগ্রির পাশে দাঁড়িয়ে বলেছেন, “প্রত্যেক ক্রীড়াবিদ নিজের কেরিয়ারে খারাপ এবং ভালো সময়ের মধ্যে দিয়ে যান। আমরা প্রত্যেকেই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। আমি মনে করি সূর্য কুমার যাদব ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ অংশ এবং তাকে সুযোগ দেওয়া হলে তিনি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। চলুন আমরা সবাই তার পাশে দাঁড়াই কারণ সূর্যের আবার নিশ্চিতভাবেই উদয় হবে।” যুবরাজ আশ্বাসের কথা শোনালেও তার ওপর এই ব্যাপারে ভরসা রাখতে পারছেন না বেশিরভাগ ক্রিকেটপ্রেমীই।