বাংলা হান্ট ডেস্ক: ৫ নভেম্বর; প্রতিবছর এই দিনটি ক্রিকেট অনুরাগীদের কাছে অত্যন্ত “স্পেশাল” হিসেবে বিবেচিত হয়। কারণ, এই দিনটিই হল ভারতের কিংবদন্তি খেলোয়াড় বিরাট কোহলির (Virat Kohli) জন্মদিন। এমতাবস্থায়, আজকের এই বিশেষ দিনে সমগ্র বিশ্বের ক্রিকেট অনুরাগীদের কাছ থেকে শুভেচ্ছা পাচ্ছেন কিং কোহলি। এদিকে, বিরাটের ৩৬ তম জন্মদিনে তাঁকে শুভকামনা জানিয়ে যুবরাজ সিং এমন একটি জিনিস কোহলির কাছ থেকে চাইলেন যেটির জন্য ক্রিকেট অনুরাগীরাও অপেক্ষা করছেন।
বিরাটের (Virat Kohli) কাছে কি চাইলেন যুবরাজ:
শুধু তাই নয়, ইতিমধ্যেই এই বিষয়টি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতেও। এমতাবস্থায়, প্রশ্ন উঠতে পারে যে কোহলির (Virat Kohli) কাছ থেকে যুবরাজ কি চেয়েছেন? আসলে যুবরাজ বিরাটের কাছ থেকে তাঁর দুর্ধর্ষ ফর্ম ফেরত পাওয়া এবং দুর্দান্ত ইনিংসের প্রত্যাশা করেছেন। জন্মদিনের অভিনন্দন বার্তায় যুবরাজ এই বিষয়টিই উপস্থাপিত করেন।
Wishing you a very Happy Birthday #KingKohli! The greatest comebacks emerge from our setbacks and the world eagerly looks forward to your solid comeback you’ve done it in the past and I’m sure you will do it yet again God bless! lots of love ❤️ @imVkohli pic.twitter.com/wo9hrzUehq
— Yuvraj Singh (@YUVSTRONG12) November 5, 2024
যুবরাজ সিং বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন: কোহলির (Virat Kohli) জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় যুবরাজ সিং লিখেছেন, “জন্মদিনের অনেক অনেক শুভকামনা কিং কোহলি। হতাশার পরেই আশা জাগে। পুরো বিশ্ব একই আশা নিয়ে তোমার দিকে তাকিয়ে আছে। তুমি আগেও এই ধরণের প্রত্যাশা পূরণ করেছ এবং আমি নিশ্চিত যে তুমি এবারও তাই করবে। অনেক ভালোবাসা”। অর্থাৎ, যুবরাজ সিং তাঁর অভিনন্দন বার্তায় সরাসরি কিছু না লিখলেও, তাঁর কথার অর্থ স্পষ্ট যে, তিনি বিরাটের ফর্ম ফিরে আসার প্রত্যাশায় রয়েছেন এবং তাঁর কাছ থেকে বড় ইনিংসও দেখতে চান।
আরও পড়ুন: বড়সড় ক্ষতির সম্মুখীন আদানি-আম্বানি! লাফিয়ে কমল সম্পদের পরিমাণ, পিছিয়ে গেলেন ধনীদের তালিকায়
যুবরাজ ছাড়াও অন্য ক্রিকেটাররাও শুভেচ্ছা জানিয়েছেন: এদিকে, যুবরাজ সিং ছাড়াও কোহলিকে (Virat Kohli) আরও একাধিক তারকা খেলোয়াড় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। যাঁদের মধ্যে প্রাক্তন খেলোয়াড়রাও রয়েছেন পুরনো দিনের কথা মনে করে আকাশ চোপড়া লিখেছেন, “সেদিনও মনে হয়েছিল এই ছেলেটা অন্যরকম কিছু করবে।” এস. বদ্রীনাথ লিখেছেন “চিকু থেকে GOAT হওয়া পর্যন্ত…তোমার মনোভাব ভারতে ক্রিকেট খেলার ভঙ্গি বদলে দিয়েছে।”
পাশাপাশি, সুরেশ রায়না বিরাটকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর আরও ভালো ভবিষ্যৎ কামনা করেছেন। জানিয়ে রাখি যে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজয়ের পর বিরাট এবার অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে যে, তিনি স্ত্রী অনুষ্কার সাথে ভারতে তাঁর ৩৬ তম জন্মদিন উদযাপন করছেন।