আমি ক্যান্সার নিয়ে খেলছিলাম, ওর তো ডেঙ্গু! পাকিস্তান ম্যাচের আগে শুভমান গিলকে চাঙ্গা করলেন যুবরাজ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ হাতে আর মাত্র ২৪ ঘন্টা। তারপরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে ভারত এবং পাকিস্তান (India vs Pakistan)। দুই দলই নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতে বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের অভিযান বেশ ভালোভাবে শুরু করেছে। কিন্তু ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য এই ম্যাচের আগে একটি প্রশ্ন বর্তমান রয়েছে। প্রথম দুই ম্যাচে ডেঙ্গুর সংক্রমণের কারণে মাঠে নামতে না পারা শুভমান গিল (Shubman Gill) কি পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন? এবার এই প্রশ্নের জবাব দিলেন কিংবদন্তি ক্রিকেটার যুবরাজ সিং (Yuvraj Singh)।

ভারতীয় দলকে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওডিআই বিশ্বকাপ জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই তারকা প্রাক্তন ক্রিকেটার। সবচেয়ে বড় কথা হলো যে ২০১১ সালে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ চলার সময় যুবরাজের শরীরে ক্যান্সারের উপসর্গ ধরা পড়েছিল। কিন্তু সেই যন্ত্রণা চেপে রেখেই একের পর এক ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করে ভারতকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিলেন তিনি।

যুবরাজ সিং জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে কথা বলে গিলকে এই ম্যাচে মাঠে নামার জন্য মানসিকভাবে প্রস্তুত করে নিয়েছেন। তিনি জানিয়েছেন যে ২০১১ বিশ্বকাপে ক্যান্সার নিয়ে তিনি যখন পারফরম্যান্স করতে পেরেছিলেন তখন গিলের পক্ষেও ডেঙ্গু থেকে সেরে উঠে ম্যাচ খেলতে নামাটা অসম্ভব নয়।

hd gill

আরও পড়ুন: পরের ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান! তার আগে কোহলিদের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

এরপর যুবরাজ আরও বলেছেন, “ডেঙ্গুর সংক্রমণ কাটিয়ে ওঠার পর মাঠে নামাটা খুবই কঠিন। আমি নিজের কেরিয়ারে একবার এমন অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। আশা করি ও ম্যাচের দিন সম্পূর্ণ সুস্থ অনুভব করবে এবং মাঠে নামতে পারবে।” যদি শুভমান গিল মাঠে নামতে পারেন তাহলে ভারতীয় দল মানসিকভাবে অনেকটা এগিয়ে থেকে মাঠে নামতে পারবে।

আরও পড়ুন: এই বড় রেকর্ডের মুখোমুখি রোহিত! ছেড়ে দেবেন না পাকিস্তানের বোলিংকে, ভয়ে কাঁপছে বাবরের ভারত

এরপর এই ম্যাচে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন দল বেশি এগিয়ে আছে সেই নিয়েও মুখ খুলেছেন তিনি। যুবরাজ জানিয়েছেন যে দুই দলই অসাধারণ সন্দেহ আছে এবং শনিবারের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা। তবে পাকিস্তান যেভাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে জিতেছে নিজেদের শেষ ম্যাচে, সেই ঘটনা তাদের অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলবে বলে বিশ্বাস প্রাক্তন তারকার।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর