বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) প্রসঙ্গে এবার বিরাট প্রতিক্রিয়া দিলেন তাঁর বাবা যোগরাজ সিং। তিনিও ভারতের একজন প্রাক্তন ক্রিকেটার এবং বিখ্যাত কোচ। যোগরাজ সিং সম্প্রতি বলেছেন যে, ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য যুবরাজ ভারতরত্ন পাওয়ার যোগ্য। তিনি এটাও বলেন যে, তাঁর ছেলে ক্যান্সারের মতো মারণ রোগকে পরাজিত করে ফিরে এসেছেন এবং দেশবাসীর জন্য ক্রিকেট খেলেছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, যুবরাজের (Yuvraj Singh) বাবা ভারতের সবচেয়ে সফল অধিনায়ক এমএস ধোনিকেও নিশানা করেছেন এবং অভিযোগ করেছেন যে ধোনি তাঁর ছেলের কেরিয়ার “নষ্ট” করেছেন। এমতাবস্থায়, ধোনিকে তিনি ক্ষমা করবেন না বলেও জানিয়েছেন।
যোগরাজ সিংয়ের ধারালো আক্রমণ: ক্রিকেট এবং ক্রিকেটারদের সম্পর্কে স্পষ্টবাদী মতামত প্রদানকারী যোগরাজ সিং ফের এমএস ধোনিকে আক্রমণ করেছেন। যোগরাজ বলেন, যুবরাজ (Yuvraj Singh) জাতীয় দলে আরও বেশি অবদান রাখতে পারতেন। তিনি ভারতীয় ক্রিকেটে একজন অতুলনীয় অলরাউন্ডার। জানিয়ে রাখি যে, যোগরাজ এর আগেও ধোনিকে খোঁচা দিয়েছিলেন এবং অভিযোগ করেছিলেন যে সিনিয়র জাতীয় মেন্স দলে একসাথে থাকার সময় তিনি যুবরাজ সিংয়ের জীবন কঠিন করে দিয়েছিলেন।
“ক্ষমা করার যোগ্য নয়”: সম্প্রতি ZeeSwitch- এর ইউটিউব চ্যানেলে কথা বলার সময়ে যোগরাজ বলেন, “আমি এমএস ধোনিকে ক্ষমা করব না। তাঁর আয়নায় নিজেকে দেখা উচিত। তিনি একজন বিশিষ্ট ক্রিকেটার। আমি তাঁকে স্যালুট জানাই। কিন্তু তিনি আমার ছেলের সাথে যা করেছেন তা ক্ষমার অযোগ্য। এখন সবকিছু বেরিয়ে আসছে এবং এটি কখনই ক্ষমা করা যাবে না। তিনি আরও বলেন, “ওই লোকটা আমার ছেলের জীবন নষ্ট করেছে। যে আরও চার-পাঁচ বছর খেলতে পারত। আমি সবাইকে চ্যালেঞ্জ করে জানাই যাতে তারা যুবরাজের মতো হয়। এমনকি গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র শেহবাগও বলেছেন যে আর কেউ যুবরাজ সিং (Yuvraj Singh) হতে পারবেনা।”
“ভারতরত্ন পাওয়া উচিত”: এদিকে, যোগরাজ সিং তাঁর ছেলে ভারতরত্ন পাওয়ার যোগ্য বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, “ক্যান্সার থাকা সত্বেও খেলা এবং দেশের হয়ে বিশ্বকাপ জেতার জন্য তাকে (যুবরাজ) ভারতরত্ন দিয়ে সম্মানিত করা উচিত।” প্রসঙ্গত উল্লেখ্য যে, যুবরাজ এবং ধোনি ভারতের হয়ে একসাথে ২৭৩ টি ম্যাচ খেলেছেন এবং সমস্ত ফর্ম্যাটে একাধিক স্মরণীয় জুটি গড়েছেন।
আরও পড়ুন: এবার UPI-এর মাধ্যমে ATM-এ জমা করুন টাকা! RBI শুরু করল নতুন পরিষেবা, জেনে নিন পদ্ধতি
২ টি বিশ্বকাপ জিতেছেন: ২০০৭ এবং ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ে যুবরাজ সিং (Yuvraj Singh) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই অলরাউন্ডার ২০০৭ সালে উদ্বোধনী T20 বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন। যার ফলে মিডল অর্ডারে ভারতীয় ব্যাটিং শক্তিশালী হয়েছিল। এদিকে, ২০১১ সালে যুবরাজ ভারতের ODI বিশ্বকাপ জয়ে ব্যাট এবং বলের অলরাউন্ড অবদানের জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এরপরই জানা যায়, ক্যান্সারের সাথে লড়াই করছেন তিনি।
আরও পড়ুন: নিয়মের প্যাঁচ! অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলতে পারবেন না রাহুল-পুত্র সমিত, কারণ জানলে হয়ে যাবেন “থ”
ক্যান্সারকে পরাজিত করে ফিরে আসেন: জানিয়ে রাখি যে, যুবরাজ সিংয়ের বাম ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। যার পরে তিনি বোস্টন এবং ইন্ডিয়ানাপোলিসে কেমোথেরাপির চিকিৎসা করান। এই ধাক্কা সত্বেও তিনি ২০১২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন। তবে ফেরার পর যুবরাজকে তাঁর ফর্ম ফিরে পেতে অনেক সংগ্রাম করতে হয়েছে। ২০১৪ সালে T20 বিশ্বকাপ এবং ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার পরে, দলে জায়গা করা কঠিন হয়ে পড়েছিল তাঁর জন্য। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৫-র ODI বিশ্বকাপে যুবরাজকে উপেক্ষা করা হয়েছিল। শেষ পর্যন্ত যুবরাজ সিং (Yuvraj Singh) ২০১৯ সালের জুনে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।