বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলের (IPL 2023) অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংস (Punjab Kings) এবং রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। আজ টসে যেতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। আর বোলিং করতে নেমে আজ রান আটকাতে না পারলেও একটি মাইলফলক ছুঁয়ে ফেললেন যুজবেন্দ্র চাহাল (Yuzi Chahal)।
আইপিএলে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীদের তালিকায় শ্রীলঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে টপকে গেলেন ভারতীয় লেগস্পিনার। নিজের আইপিএল কেরিয়ারে শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ক্রিকেট খেলেই ১৭০টি উইকেট নিয়েছিলেন মালিঙ্গা। আরসিবি ছেড়ে রাজস্থান রয়্যালসে যাওয়ার পর গত মরশুমে পার্পল ক্যাপ জেতা চাহাল আজ নিজের মরশুমের পঞ্চম এবং আইপিএল কেরিয়ারের ১৭১ তম উইকেট তুলে তাকে টপকে গিয়েছেন। তার সামনে এখন অবসর নিয়ে নেওয়া ডোয়েইন ব্র্যাভো (১৮৩) রয়েছেন শুধুমাত্র।
পাঞ্জাবের হয়ে ইনিংস ওপেন করতে নামেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan) এবং প্রভসিমরণ সিং (Prabhsimran Singh)। চতুর্থ ওভার থেকে মারাত্মক আক্রমণ শুরু করেন এই তরুণ ক্রিকেটার। অপরদিকে শিখর ধাওয়ান শুধুমাত্র নিজের উইকেট বাঁচিয়ে রেখেছিলেন। দুর্দান্ত ব্যাটিং করে শেষ পর্যন্ত ৩৪ বলে ৬০ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন প্রভসিমরণ।
তিনি জেসন হোল্ডারের শিকার হয়ে ফিরলে প্রথমদিকে নিজেকে গুটিয়ে রাখার শিখর ধাওয়ান হাত খোলেন। তিনি এতটাই আগ্রাসী হয়ে উঠেছিলেন যে তার শট তার দলের শ্রীলঙ্কান তারকা ভানুকা রাজাপক্ষকেই জখম করে এবং তিনি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
এরপর জিতেশ শর্মার সঙ্গে একটি দ্রুতগতির পার্টনারশিপ গড়ে তোলেন ধাওয়ান। নিজের চার ওভারে ৫০ রান দিলেও শেষ পর্যন্ত ২৬ রানের ব্যক্তিগত স্কোরে জিতেশকে ড্রেসিংরুমে ফেরাতে সক্ষম হন চাহাল। কৃপণ বোলিং করে মাত্র ২৫ রান দিয়ে জিম্বাবোয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজাকে আউট করেন অশ্বিন। কিন্তু শিখর ধাওয়ানের ৫৬ বলে ৮৬ রানের ইনিংসে ভর করে ১৯৭ রান তুলেছে পাঞ্জাব।