এবার পন্থের হয়ে উর্বশীকে ব্যঙ্গ করলেন চাহাল পত্নী ধনশ্রী ভার্মা

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কিছুদিন আগে হয়ে যাওয়া উর্বশী রাউতেলা বনাম রিশভ পন্থ দ্বন্দ্বের কথা সকলেই জানেন। দুজনের মধ্যে বেশ কিছু সময় সোশ্যাল মিডিয়ায় ঠান্ডা লড়াই চলে। এই লড়াই এর সূত্রপাত হয়েছিল তখন যখন উর্বশী একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে পন্থ বেনারসে হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন কিন্তু তিনি শ্যুটিং সেরে এতটাই ক্লান্ত ছিলেন যে নিজের রুমে ঘুমিয়ে পড়েছিলেন এবং ভারতীয় উইকেটরক্ষকের সঙ্গে দেখা করতে পারেননি। এই ঘটনার পর পরোক্ষভাবে রিশভ তাকে মিথ্যাবাদী বলে।

পাল্টা হিসেবে উর্বশীও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থেকে পরোক্ষভাবে ভারতীয় উইকেটরক্ষককে আক্রমণ করেন এবং নানান রকম ব্যঙ্গোক্তি করেন। কিন্তু তার কিছুদিন পরেই আচমকা তাকে সংবাদমাধ্যমের সামনে পন্থের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। সকলে ভেবেছিলেন উর্বশী-রিশভ বৃত্তান্তের এখানেই অবসান ঘটছে, কিন্তু বাস্তবে তেমনটা হয়নি।

এরপর নিজের সোশ্যাল মিডিয়াতে নানান রকম অদ্ভুত অদ্ভুত পোস্ট করতে শুরু করেন উর্বশী, যেগুলি নেটিজেনদের সময় কাটানোর খোরাক যোগায়। তার সাম্প্রতিকতম উদাহরণ হল চলতি মাসের শুরুর দিকে যখন ভারতীয় দল অস্ট্রেলিয়ায় অনুশীলনের জন্য আগেভাগে পৌঁছে গিয়েছিল তখন উর্বশী নিজেও অস্ট্রেলিয়াগামী বিমানে উঠে বসেন এবং জানান আমার নিজের ভালোবাসাকে অনুসরণ করতে করতে আমি অস্ট্রেলিয়া পৌঁছে গেছি। তার সেই পোস্টটি বেশ ভাইরাল হয়েছিল। অনেকেই তখন বলেছিলেন যে উর্বশী পরোক্ষভাবে নিজের ভালোবাসা বলতে পন্থকে বোঝাচ্ছেন। কিন্তু একটা বড় সংখ্যক নেটিজেনের দাবী ছিল যে এসব কথা উর্বশী শুধুমাত্র বলছেন সোশ্যাল মিডিয়ায় মানুষের মনে প্রাসঙ্গিক থাকার উদ্দেশ্যে।

এবার উর্বশীর এই আচরণ গুলিকে ব্যঙ্গ করলেন যুজবেন্দ্র চাহাল পত্নী ধনশ্রী ভার্মা। তিনি নিজেও তার ব্যস্ত সূর্যের মধ্যে থেকে কিছুটা সময় বার করে নিজের স্বামীর পাশে দাঁড়াতে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন। নিজের বিমানযাত্রার সেই ছবি পোস্ট করে উর্বশীকে ব্যঙ্গ করে ধনশ্রী ক্যাপশনে লেখেন, “আমি কিন্তু সত্যি সত্যি ভালোবাসার টানেই অস্ট্রেলিয়া এসেছি। আমার মানুষটার এবং দেশের পাশে থাকতেই হবে।”

যদিও পন্থ এবং চাহালের মধ্যে একজনও ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা পাবেন কিনা সেই নিয়ে ঘোরতর সন্দেহ রয়েছে। ভারতীয় দল যে তিনটে প্রস্তুতি ম্যাচ অস্ট্রেলিয়ার মাটিতে খেলেছে সেই ম্যাচগুলোতে বলার মত কিছুই করে দেখাতে পারেননি এই দুই ভারতীয় ক্রিকেটার। তাদের ছাড়াই যে রোহিত শর্মা টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচে মাঠে নামবেন তা একপ্রকার স্পষ্ট ক্রিকেট প্রেমীদের কাছে।

X