জল্পনার অবসান ঘটিয়ে বিচ্ছেদ ঘটল চাহাল-ধনশ্রীর! খোরপোষ হিসেবে দিতে হবে ৬০ কোটি টাকা?

বাংলা হান্ট ডেস্ক: ভারতের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদকে ঘিরে কয়েকদিন ধরেই তুমুল জল্পনা শুরু হয়েছিল। এমনকি, এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চলে জোরদার আলোচনা। তবে, এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চাহাল ও ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদের বিষয়টি সত্য হিসেবে প্রমাণিত হল।

চাহাল (Yuzvendra Chahal) ও ধনশ্রী ভার্মার বিবাহবিচ্ছেদ:

জানা গিয়েছে, তাঁরা দু’জনেই ১৮ মাস ধরে একে অপরের থেকে আলাদা ছিলেন। এমতাবস্থায়, গত ২০ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার বান্দ্রার ফ্যামিলি কোর্টে শেষ শুনানি সম্পন্ন হয় সেই সময় ধনশ্রী এবং যুজবেন্দ্র (Yuzvendra Chahal) উপস্থিত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর, দম্পতি আনুষ্ঠানিকভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।

Yuzvendra Chahal and Dhanashree Verma Divorce Update.

এদিকে, এই বিবাহবিচ্ছেদের পরেই ফের গুঞ্জন শুরু হয় যে চাহালকে (Yuzvendra Chahal) নাকি ধনশ্রীকে ৬০ কোটি টাকার খোরপোষ দিতে হবে। যদিও, এই বিষয়টি আদৌ সত্য নয় ধনশ্রী ভার্মার আইনজীবী অদিতি মোহিনী “বম্বে টাইমস”-এর সাথে কথা বলার সময়ে এই বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যে বলে অভিহিত করেন। তিনি বলেন, এই বিষয়ে রিপোর্ট করার আগে মিডিয়ার সত্যতা যাচাই করা উচিত।

আরও পড়ুন: সহজ হবেনা জেতা! পাকিস্তানের বিরুদ্ধে এই ভুলগুলি করলেই বাজেভাবে ফাঁসবে টিম ইন্ডিয়া

ধনশ্রীর আইনজীবী বিবৃতি দিয়েছেন, “এই বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে। মিডিয়ার রিপোর্ট করার আগে একবার যাচাই করা উচিত। কারণ অনেক বিভ্রান্তিকর বিষয় ছড়ানো হচ্ছে।” এদিকে, ৬০ কোটি টাকার খোরপোষের জল্পনা সামনে আসার পরেই তুমুল হইচই শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই ধনশ্রী ভার্মাকে “সুবিধাবাদী” বলেও বিবেচিত করেন।

আরও পড়ুন: একী কাণ্ড! আচমকাই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছে রাশিয়া, ভারতকে কী বার্তা দিচ্ছেন পুতিন?

কি জানিয়েছে পরিবার: ধনশ্রীর পরিবারের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে “বোম্বে টাইমস”-কে বলেন, “এই বিষয়ে যে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে তাতে আমরা খুবই মর্মাহত। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই… এই পরিমাণ টাকা কখনও চাওয়া হয়নি। এই দাবির কোনও সত্যতা নেই।” এর পাশাপাশি তিনি প্রত্যেকের গোপনীয়তা যাতে বজায় থাকে সেই বিষয়টিতেও নজর দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর