নিজের শিক্ষিকার প্রেমে পড়েছিলেন ভারতের এই তারকা ক্রিকেটার, খুবই চমকপ্রদ তাদের ‘লাভ স্টোরি’

 বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের ক্রিকেটারদের ভক্ত শুধুমাত্র উপমহাদেশেই সীমাবদ্ধ নয়, তারা গোটা বিশ্বেই ছড়িয়ে আছেন। এই ভক্তদের অনেকেই সবসময় তাদের প্রিয় খেলোয়াড়ের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে উৎসুক থাকেন। এই প্রতিবেদনে আমরা এমন এক ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যিনি নিজেরই শিক্ষকের প্রেমে পড়েছিলেন। বর্তমান সময়ে তিনি আর তার শিক্ষকের জুটি ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় জুটি

দুই বছর আগে করোনার কারণে প্রথম লকডাউনের সময় সব ক্রিকেটাররাই নিজেদের ব্যস্ত রাখতে নতুন কিছু করছিলেন। সেই সময়ে, ভারতীয় দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল তার শিক্ষকের প্রেমে পড়েছিলেন। এই শিক্ষিকা আর কেউ নন, তিনি হলেন তাঁরই স্ত্রী ধনশ্রী ভার্মা। ঘটনাটি হল যে ধনশ্রী একসময় প্রথম লকডাউন চলাকালীন ফিটনেস সংক্রান্ত অনলাইন ক্লাস নিচ্ছিলেন। সেই ক্লাসে যোগ দিয়েছিলেন চাহাল। সেখান থেকেই তাদের একসাথে পথ চলা শুরু হয়েছিল।

chahal

এরপর তিনমাস কথা বলার পর দুজনই সম্পর্কটিকে পরিণতি দিতে চান। এর ৩ মাস পর ২০২০ সালের আগস্ট মাসে তাদের বাগদান সম্পন্ন হয়। সেই বছরেরই ডিসেম্বরে তারা গাঁটছড়া বাঁধেন। ধনশ্রী ভার্মা পেশায় একজন ডান্স কোরিওগ্রাফার এবং একজন দাঁতের ডাক্তার। ধনশ্রী ভার্মার নাচ সংক্রান্ত একটি ইউটিউব চ্যানেলও রয়েছে।

চলতি মরশুমের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেছেন চাহাল। ১৭ ম্যাচে ২৭ উইকেট নিয়ে তৃতীয় স্পিনার হিসাবে জিতেছেন পার্পল ক্যাপ। গড়েছেন কোনও স্পিনারের দাঁড়া আইপিএলের এক মরশুমে সর্বোচ্চ উইকেট রেকর্ড। আরসিবি ছেড়ে নতুন ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসে যোগ দিলেও তার মানিয়ে নিতে সমস্যা হয়নি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর