সেওবাগের পর মন জিতলেন চাহাল! ওড়িশা ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের দান করলেন বড় অঙ্কের টাকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গোটা দেশ এখনো ওড়িশায় ঘটে যাওয়া করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার (Odisha Train Accident) কথা মন থেকে কাটিয়ে উঠতে পারেনি। বেশ কিছু বিশিষ্ট মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলির জন্য। এর আগে ভারতের কিংবদন্তি ওপেনার বীরেন্দ্র সেওবাগ এবং গৌতম আদানি ওই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ শিশুদের শিক্ষা দীক্ষার ভার নিজেদের ওপর নিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন। তাদের মতো বড় উদ্যোগ না নিলেও এবার সকলের মন জিতলেন ভারতীয় লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।

‘স্কাউট’ নামক একটি গেমিং চ্যানেলর মাধ্যমে ওড়িশা ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলি জন্য তিনি টাকা দান করেছেন। জানা গিয়েছে রাজস্থান রয়্যালস এবং ভারতীয় দলের তারকা লেগ স্পিনার মোট এক লক্ষ টাকার অর্থ সাহায্য করেছেন। যদিও নিজে এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি তিনি।

চাহাল বর্তমানে ভারতীয় সীমিত ওভারের ক্রিকেট দলগুলিতে নিয়মিত খেলছেন। ২০২৩ সালে অনুষ্ঠিত আইপিএলে তার দল রাজস্থান রয়্যালস একটুর জন্য প্লে অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে সেই ঘটনার জন্য চাহালের বিন্দুমাত্র দোষ ছিল না বলেই ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন। তিনি প্রায় প্রত্যেকটি ম্যাচেই নিজের সেরাটা দিয়েছিলেন।

chahal ashwin

২০২২ সালে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনি পার্পেল ক্যাপ জিতেছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে। এইবার তিনি পার্পেল কাপ জয়ের দৌড়ে ছিলেন না ঠিকই, কিন্তু রাজস্থানের জার্সিতে প্রতিটি ম্যাচেই তিনি মাঠে নেমেছিলেন এবং মোট ১৪ ম্যাচ খেলে ২১ টি উইকেট তুলে নিয়েছিলেন।

চাহাল ভারতীয় টেস্ট দলের অংশ নন। তাই এই মুহূর্তে তার হাতে অখন্ড অবসর। আগামী এক মাস কোনও সীমিত ওভারের সিরিজ খেলছে না ভারতীয় দল। আফগানিস্তানের সঙ্গে যে সিরিজটির কথা উঠেছিল সেই সৃষ্টি আপাতত পিছিয়ে যাচ্ছে। ফলে ভারতীয় লেগস্পিনার আপাতত নিজের পরিবারের সাথে বিশ্রাম নিয়ে সময় কাটাচ্ছেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর