ফাইনালে হেরেও ইতিহাস সৃষ্টি করলেন এই বোলার, IPL-এ এমন করা প্রথম ক্রিকেটার তিনিই

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল ২০২২-এর ফাইনাল পরিচিত ছন্দে দেখতে পাওয়া গেল না রাজস্থান রয়্যালসকে। ইডেনে গার্ডেন্সে প্রথম কোয়ালিফায়ারের পর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালেও নবাগত গুজরাট টাইটান্সের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে তারা। এই ম্যাচে রাজস্থানের ব্যাটিং বিভাগ পুরোপুরি ব্যর্থ হয়েছে প্রত্যাশাপূরণে। বোলারদের মধ্যে চাহাল এবং বোল্ট চেষ্টা করেছিলেন কিন্তু তাদের হাতে প্রয়োজনীয় রানের পুঁজি ছিল না। এই মরশুমে আইপিএল শিরোপা না জিতলেও অরেঞ্জ এবং পার্পল দুটি ক্যাপই জুটেছে রাজস্থানের ঘরে। পার্পল ক্যাপ জয়ী যুজবেন্দ্র চাহাল ইতিহাস তৈরি করেছেন ফাইনালে।

আইপিএল ২০২২-এ গোটা টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন চাহাল। চলতি মরশুমে হ্যাটট্রিকও করেছেন তিনি। মোট ২৭টি উইকেট নিয়ে জিতেছেন পার্পল ক্যাপ। এই ম্যাচে এক উইকেট পাওয়ার সাথে সাথেই আইপিএলের কোনও এক মরশুমে সর্বোচ্চ উইকেট পাওয়া স্পিনার হয়ে যান তিনি। আইপিএলের ইতিহাসে এর আগেও এক মরশুমে সর্বোচ্চ উইকেট নেওয়া স্পিনার ছিলেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির (২৬)। আর সেই সঙ্গে প্রজ্ঞান ওঝা এবং ইমরান তাহিরের পর তৃতীয় স্পিনার হিসাবে আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছেন তিনি।

Y chahal

কাল ম্যাচের কথা বলতে গেলে যশস্বী, বাটলার এবং স্যামসনকে ফেরানোর পর থেকে এবং পাওয়ার প্লে শেষ হওয়ার পর থেকে একবারের জন্যও রাজস্থান ব্যাটারদের শান্তিতে নিঃশ্বাস নিতে দেননি রশিদ খানরা। বল হাতে টুর্নামেন্টে আজ নিজের সেরা পারফরম্যান্সটা করলেন গুজরাট অধিনায়ক। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন হার্দিক। ২টি উইকেট নেন সাই কিশোর। দুর্দান্ত বোলিং করে ১টি করে উইকেট পেয়েছেন রশিদ খান এবং যশ দয়াল। কিছুটা রান খরচ করলেও ১ উইকেট পেয়েছেন মহম্মদ শামিও। রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করেছেন বাটলার। ৩৯ রান করেছেন অরেঞ্জ ক্যাপ জয়ী তারকা।

রান তাড়া করতে নেমে শুরুটা নড়বড়ে করেছিল গুজরাট টাইটান্স। তাড়াতাড়ি ফিরে যান ঋদ্ধিমান সাহা ও ম্যাথু ওয়েড। বোল্টের বলে গিলের ক্যাচ ধরতে ব্যর্থ হন চাহাল। কিন্তু এরপর শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়ার ৬৩ রানের পার্টনারশিপ ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল। হার্দিক আউট হওয়ার পর ১৯ বলে ৩টি চার ও ১টি ছয় সহযোগে ৩২ রান করে ম্যাচ শেষ করে দেন ডেভিড মিলার। শুভমান গিল অপরাজিত থাকেন ৪৩ বলে ৪৫ রান করে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর