KKR-এর হতশ্রী ব্যাটিংয়ের দিনে তৈরি হলো ইতিহাস! ধোনির প্রাক্তন সৈনিকের রেকর্ড ভাঙলেন চাহাল

   

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলের (IPL 2023) মতো কোনও টি-টোয়েন্টি টুর্নামেন্টে কোনও বোলারদের পক্ষে ধারাবাহিকভাবে সফল হওয়াটা অত্যন্ত কঠিন। কারণ আজকালকার দিনে ক্রিকেটের যা অবস্থা দাঁড়িয়েছে, বিশেষ করে টি-টোয়েন্টিতে, তাতে একজন ব্যাটার সবরকম সুযোগ খুঁজতে থাকে প্রতিপক্ষকে আক্রমণ করার এবং বোলারের ছন্দ ভেঙে দেওয়ার।

তার মধ্যেও আইপিএলের মঞ্চে বেশ কিছু বোলার সফলতা অর্জন করেছেন। তাদেরই মধ্যে অন্যতম একজন হলেন যুজবেন্দ্র চাহাল। আইপিএল যবে থেকে খেলা শুরু করেছেন তিনি, সেদিন থেকেই ধারাবাহিকভাবে সফলতা তার সঙ্গী হয়েছে। আর আজ তিনি একটি বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছেন।

rr

এই আইপিএল শুরু হওয়ার আগে অবধি সর্বোচ্চ উইকেট শিকারির তকমাটা ছিল চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অলরাউন্ডার ডোয়েইন ব্র্যাভোর নামে। আজ সেই শিরোপাটা তার কাছ থেকে ছিনিয়ে নিলেন এই তারকা লেগস্পিনার। ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন। নীতিশ রানা রিঙ্কু সিং এবং শার্দুল ঠাকুরকে ড্রেসিংরুমে ফিরিয়ে হয়ে গেলেন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি। তার অসাধারণ বোলিং এর সৌজন্যে আজ করিও ঘরে কেকেআরকে ১৪৯ রানের বেশি তুলতে দেয়নি রাজস্থান রয়্যালস।

আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেটসংগ্রাহকদের তালিকা:

১. যুজবেন্দ্র চাহাল (১৮৭ উইকেট, ১৪৩ ম্যাচ*)
২. ডোয়েইন ব্র্যাভো (১৮৩ উইকেট, ১৬১ ম্যাচ)
৩. পীযুষ চাওলা (১৭৪ উইকেট, ১৭৬ ম্যাচ*)
৪. অমিত মিশ্র (১৭২ উইকেট, ১৬০ ম্যাচ*)

(* = এখনও অবসর নেননি)

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর