বাংলা হান্ট নিউজ ডেস্ক: বৃষ্টির জন্য আজকের নিউজিল্যান্ড বনাম ভারত ম্যাচ আরম্ভ করা যায়নি। ওয়েলিংটনে সিরিজের প্রথম ম্যাচটি একটাও বল না করে বাতিল করে দিতে হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারের পরে প্রথমবার আজ ভারতীয় দলের মাঠে নামার কথা ছিল। কিন্তু তেমনটা হতে পারেনি বৃষ্টির কারণে।
রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবি অশ্বিনের মতো তারকা ক্রিকেটাররা বিশ্রামে রয়েছেন। তাদের বদলে তরুণ ক্রিকেটাররা এই সিরিজে মাঠের নামতে চলেছেন। তাদের কাছে ভালো সুযোগ রয়েছে তারকাদের অনুপস্থিতিতে নিজেদের যোগ্যতা প্রমাণ করে ভারতীয় দলে নিয়মিত হয়ে ওঠার।
এমনই একজন তারকা হলেন উমরান মালিক। জম্মু-কাশ্মীরের এই তরুণ ফাস্ট বোলার নিজের মারাত্মক গতির জন্য বিখ্যাত। কিন্তু আইপিএলে নিজের প্রতিভার চালক দেখালেও বাইশ বছর বয়সে এই তরুণ ক্রিকেটার এখনও আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার ছাপ ছাড়তে পারেননি। এখনও ভারতের হয়ে মাত্র দুটো টি-টোয়েন্টি সিরিজ খেলার সুযোগ পেয়েছেন তিনি যেখানে নিজের লাইন এবং লেন্থের ওপর নিয়ন্ত্রণ না থাকার কারণে বেশকিছু রান বিলিয়েছেন তিনি।
কিন্তু এবার তার পাশে দাঁড়িয়েছেন কিংবদন্তি ভারতীয় পেসার জাহির খান। তার মতে উমরান মালিকের মতো বোলারের প্রয়োজন রয়েছে ভারতীয় দলের। জাহির বলেছেন, “আপনার হাতে পেস বোলিংয়ের যতরকম ভ্যারাইটি থাকবে, ততই আপনি লাভবান হবেন। দলে একজন বাঁ-হাতি পেসার, একজন এমন পেসার যিনি বল কে যে কোনও পরিবেশে কিছুটা হলেও সুইং করাতে সক্ষম এবং একজন জেনুইন ফার্স্ট বোলার যিনি নিয়মিত ভয়ংকর গতিতে বল করতে পারবেন, এমন তিনজনের থাকা প্রয়োজন। প্রথম দুটো অপশন আমাদের হাতে রয়েছে। উমরান তৃতীয় ক্ষেত্রটি পূরণ করতে পারে।”
কিন্তু কিভাবে জম্মু-কাশ্মীরের তরুন পেসার ভারতীয় দলে নিয়মিত হয়ে উঠতে পারবেন? এই প্রশ্নের জবাব জ্যাক বলেছেন, “ওকে বারবার সুযোগ দিতে হবে। আর ওকেও প্রতিটা সুযোগ নিজের শেষ সুযোগ মনে করে ওইখান থেকে শিক্ষা নিয়ে নিজের ভুলত্রুটিগুলোকে সারিয়ে ফেলতে হবে। দুটো কাজই যদি সমান ভাবে হয় তাহলে আমি মনে করি ও শীঘ্রই ভারতীয় দলে নিয়মিত হয়ে উঠবে।”