বাংলা হান্ট ডেস্ক: ২০২৪ সালের T20 বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) কাউন্টডাউন শুরু হয়ে গেছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার মাটিতে শুরু হতে চলেছে ক্রিকেটের এই মহাযুদ্ধ। এদিকে, এই মেগা ইভেন্টের জন্য শীঘ্রই ভারতীয় দল (India National Cricket Team) নির্বাচন করা হবে। এমতাবস্থায়, ভারতের প্রাক্তন ফাস্ট বোলার জাহির খান (Zaheer Khan) বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার ১৬ সদস্যের দল বেছে নিয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, জাহির তাঁর দলে কিছু চমকপ্রদ নাম অন্তর্ভুক্ত করেছেন।
জাহির বেছে নিয়েছেন তাঁর দল: স্টার স্পোর্টসের সাথে কথা বলার সময়ে জাহির খান বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের দল বেছে নিয়েছেন। জাহিরের মতে, তিনি ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলের মধ্যে একজনকে তাঁর দলে রাখবেন। পাশাপাশি, দলের ইনিংস শুরু করতে দেখা যাবে রোহিত শর্মাকে। ৩ নম্বর পজিশনের জন্য বিরাট কোহলির ওপর আস্থা রেখেছেন জাহির।
স্থান পেয়েছেন শিবম দুবে: জাহির চার নম্বরে সূর্যকুমার যাদবের ওপর বাজি ধরেছেন। একই সঙ্গে পঞ্চম স্থানের জন্য রিঙ্কু সিংয়ের ওপর আস্থা দেখিয়েছেন প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার। শিবম দুবেকেও দলে নিয়েছেন জাহির। IPL ২০২৪-এ দুবে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। পাশাপাশি, অলরাউন্ডার হিসেবে তিনি হার্দিক পান্ডিয়া এবং রবীন্দ্র জাদেজাকে দলে অন্তর্ভুক্ত করেছেন।
কিপারের জন্য একমাত্র পছন্দ পন্থ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, জাহির খান তাঁর দলে উইকেটরক্ষক হিসেবে শুধুমাত্র ঋষভ পন্থকে অন্তর্ভুক্ত করেছেন। এমতাবস্থায়, জাহির পুরোপুরি উপেক্ষা করেছেন সঞ্জু স্যামসন, কেএল রাহুল এবং ঈশান কিশানকে। জাহিরের মতে, তিনি কিপারের বিকল্প না রেখে দলে একজন ফাস্ট বোলারকে রাখার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: হাবাসের চালে কাবু হবে ওড়িশা, মোহনবাগানকে ISL ফাইনালে তুলতে মোক্ষম স্ট্র্যাটেজি কোচের
রেখেছেন যশ দয়ালকে: এদিকে, দলে যশ দয়ালকে অন্তর্ভুক্ত করে সবাইকে চমকে দিয়েছেন জাহির। উল্লেখ্য যে, গত মরশুমে IPL-এ এক ওভারে রিঙ্কু সিংয়ের কাছ থেকে পাঁচটি ছক্কা খেয়েছিলেন যশ। পাশাপাশি, ফাস্ট বোলার হিসেবে জাহিরের দলে জায়গা পেয়েছেন বুমরাহ, সিরাজ, যশ ও অর্শদীপ। স্পিন বিভাগে তিনি যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদবকে দলে জায়গা দিয়েছেন।
আরও পড়ুন: সূর্য অতীত, টিম ইন্ডিয়া পেয়ে গেল SKY-র উন্নত ভার্সন! দাপট দেখে কাঁপে বোলাররা
T20 বিশ্বকাপের জন্য জাহির খানের দল: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল/শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং, যশ দয়াল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল।