বাংলা হান্ট নিউজ ডেস্ক: গিল ও পূজারার শতরানের পর চতুর্থ দিনে ভারতের দেওয়া ৫১৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। চতুর্থ দিনের প্রথম সেশনটা নির্বিঘ্নে কাটলেও লাঞ্চের পর অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে ফিরেছিলেন নাজমুল হোসেন শান্ত। কোহলি ফার্স্ট স্লিপে সেই ক্যাচ ফস্কালেও রিশভ পন্থ দ্বিতীয় প্রচেষ্টায় সেই ক্যাচ ধরে ৬৭ রানে শান্তকে ফেরত পাঠান। ইয়াসির আলী, লিটনরা দাসরাও সুবিধা করতে পারেননি।
একপ্রান্ত আগলে রেখে চা পানের বিরতির আগে অবধি ৮২ রানে অপরাজিত ছিলেন এই ম্যাচে অভিষেক ঘটানো জাকির হাসান। দিনের শেষ সেশনে প্রথম বাংলাদেশের ওপেনার হিসাবে অভিষেক টেস্টে শতরান করার রেকর্ড করলেন তিনি।
২২০ বলে ১০০ রান করেছিলেন জাকির। মেরেছিলেন ১৩টি চার ও ১টি ছক্কা। তারপর আর মাত্র ৪টি বল খেলে অশ্বিনের বলে ফার্স্ট স্লিপে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়েও ফেরেন তিনি। অভিষেকেই সেঞ্চুরি করা চতুর্থ বাংলাদেশি হয়েছেন এই বাঁ-হাতি ব্যাটার।
এরপর ব্যাটিং করতে নেমে সাকিব আল হাসান পাল্টা আক্রমণ শুরু করেছেন। এই প্রতিবেদনটি লেখার মুহূর্তে ১৭ বলে ১টি চার ও ১টি ছক্কা সহ ১৭ রান করেছেন তিনি। তার সাথে রয়েছেন মুশফিকুর রহিম। জিততে গেলে এখনো ২৮৫ রান তুলতে হবে বাংলাদেশকে। প্রতিবেদনটি লেখার সময় চার উইকেট হারিয়ে তাদের স্কোর ২২৮।