দলের প্রধানরা চুরি করছে, দায় দিদিকে নিতে হচ্ছে! ফিরহাদের সামনেই বিস্ফোরক বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে একের পর এক লাগাতার দুর্নীতির অভিযোগে কঙ্কালসায় দশা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)। কেলেঙ্কারির অভিযোগে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী, তৃণমূলের নেতা বিধায়ক থেকে শুরু করে বহুজনা। যা নিয়ে গর্জে উঠেছে বিরোধীরা। এবার এই উত্তপ্ত পরিস্থিতিতে দলেরই কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব তৃণমূল বিধায়ক (TMC MLA) জাকির হোসেন (Zakir Hossain)।

শনিবার জঙ্গিপুরে দলীয় কর্মসূচীতে উপস্থিত ছিলেন জাকির হোসেন, মন্ত্রী ফিরহাদ হাকিমরা (Firhad Hakim)। সেখানেই ববিকে পাশে বসিয়েই জাকির বলে ওঠেন, প্রধানরা চুরি করছেন। এরা ধরা পড়ুক। তা না হলে দল স্বচ্ছ হবে না। তবে এই প্রথম নয়, সম্প্রতি তৃণমূলের অনেক নেতার দুর্নীতির অভিযোগ তুলে খোদ দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন। এবার সেই তালিকায় নাম জুড়লো জাকিরের।

ঠিক কি বার্তা দিয়েছেন বিধায়ক? মন্ত্রী ফিরহাদের সামনেই জাকির হোসেন বলেন, “আজ আমাদের দলের প্রধানরা চুরি করছে। তার দায় আমাদের দিদিকে (মমতা বন্দ্যোপাধ্যায়) নিতে হচ্ছে। এই পরিস্থিতি বদলাতে হবে। আমরা চাই না দিদির বদনাম হোক, ববিদার বদনাম হোক।”

এরপরেই বিধায়কের কড়া বার্তা, “যে বা যারা দুর্নীতি করছে তাদের নামে আমার কাছে অভিযোগ করবেন। আমি ববিদার কাছে অভিযোগ করব। দাদাকে বলব, তৃণমূলের যে যে প্রধানদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা ধরা পড়ুক। এটা না হলে দল স্বচ্ছ হবে না।”

zakir hossain

বিধায়কের মন্তব্যতেই খানিক সম্মতি জানিয়ে পরে ফিরহাদও বলেন, “নিশ্চিতভাবে দলের দুচারটে লোক অন্যায় করেছে। পাপ করেছে। এক টাকাও চুরি করলে তা চুরি। তা করলে তাদের পার্টি থেকে তাড়িয়ে দেওয়া হবে। বাংলায় এক কোটি সদস্য রয়েছে। তার মধ্যে ১০-১৫টা চোর থাকতে পারে। কিন্তু এমনভাবে দেখানো হচ্ছে যেন আমরা সবাই চোর।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর