এখন কিছুটা স্থিতিশীল রয়েছেন জাকির হোসেন, ভোররাতে আনা হয়েছে SSKM-এ

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যের মন্ত্রী জাকির হোসেনকে (zakir hossain) চিকিৎসার জন্য কলকাতায় নিতে আসা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে তাঁকে ভর্তি করা হয় এসএসকেএমের ট্রমা কেয়ার ইউনিটে। এখনও অবধি পাওয়া খবরে, দুর্ঘটনার ট্রমা কাটিয়ে উঠে এখন কিছুটা স্থিতিশীল শ্রম দফতরের প্রতিমন্ত্রী।

অ্যাম্বুল্যান্স করে ভোর ৪ টে বেজে ৪৫ মিনিটে কলকাতার এসএসকেএমে এসে পৌঁছান মন্ত্রী। তাঁর সঙ্গে চিকিৎসক, নার্স এবং তিনজন স্বাস্থ্যকর্মীও এসেছেন। মন্ত্রীর চিকিৎসার জন্য একটি বিশেষ চিকিৎসক কমিটিও গঠন করা হয়েছে। মন্ত্রীর ত্বক এবং কোষে আঘাত লাগলেও হাড়ে কোন সমস্যা হয়নি। সকাল ৬ টা বেজে ১০ মিনিটে এক্স-রে করা হয়েছে এবং অস্ত্রোপচার করা হবে সকাল ১০ টায়।

IMG 20210217 232249

মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের সংলগ্ন এলাকায় বুধবার রাত ৯ টা বেজে ৪৫ মিনিট নাগাদ রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে। মন্ত্রীর পাশাপাশি তাঁর দেহরক্ষী সুজন বিশ্বাসও গুরুতর জখম হন। মন্ত্রীর বাঁ পা এবং ডান হাত জখম হওয়ায় তাঁকে প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে প্লাস্টার করার পর তাঁকে কলকাতায় রেফার করা হয়। সেইসঙ্গে চিকিৎসার জন্য তাঁর দেহরক্ষীকেও কলকাতায় আনা হয়।

সিআইডির একটি বিশেষ টিম, সাতজন বিশেষজ্ঞের একটি একটি ফরেন্সিক দল ইতিমধ্যেই ঘটনার তদন্তে লেগে পড়েছে। সেইসঙ্গে তদন্তে নেমেছে জিআরপিও। পুলিশের ধারণা, এই ঘটনায় দুষ্কৃতীরা দেশি বোমা ব্যবহার করেছিল। ঘটনায় আতঙ্ক ছড়ায় চারিদিকে, চলছে তদন্তের কাজ।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর