নতুন করে সংবাদ শিরোনামে সলমনের এই প্রাক্তন বান্ধবী, কারনটা কি জানেন?

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সালটা ২০০৯, ‘বীর’ ছবিতে সালমান খানের বিপরীতে এক নবাগতা অভিনেত্রীকে দেখে চমকে উঠল সকলেই। কারন নবাগতা জারিন খানকে দেখতে অনেকটা ক্যাটরিনা কাইফের মতই। তখন সদ্য ব্রেক আপ হয়েছে সলমন খান এবং ক্যাটরিনা কইফের। বলিপাড়ায় গুজব রটেছিল, জারিন খানের প্রেমে পড়েছিলেন ভাইজান।

https://www.instagram.com/p/B-wGx-bJtCx/?igshid=ca5ueha4wjuy

সেদিনের নবাগতা ইতিমধ্যেই বলিউড সেলেব। ছবির জগতে অভিনয়ে তেমন প্রভাব না ফেলতে পারলেও বেশ কয়েকটি সিনেমাতে হট লুক আর আইটেম গানে মাতিয়ে দিয়েছেন এই বলি সুন্দরী। সামাজিক মাধ্যমেও তার ভক্তের সংখ্যা কম নয়। তার যে কোনো ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে সময় লাগে না।

https://www.instagram.com/p/BO-BF0SjVhQ/?igshid=1ax3h0pp58ywd

https://www.instagram.com/p/_HUC-pkESV/?igshid=tgztfh2qrxbb

https://www.instagram.com/p/83OiKOkEfN/?igshid=d0h2qosz3h6b

এবার জারিন খান আত্মপ্রকাশ করলেন নতুন সামাজিক মাধ্যমে। বরুন ধাওয়ান, কার্তিক আরিয়ানদের পথে হেঁটে ইউটিউবে খুললেন নিজের একাউন্ট। ইতিমধ্যেই জারিন নিজের প্রথম ভিডিওটি শেয়ার করেছেন। যেখানে জারিন চকোলেট চিপ্স কুকিস তৈরি করতে শেখাচ্ছেন তিনি।

https://www.instagram.com/p/B_E3R3YJsqL/?igshid=mlqsc5qdn3nm

https://www.instagram.com/tv/B_CKc96prs6/?igshid=xv9xhi9mi1u6

জারিন জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে তার নিজের ইউটিউব চ্যানেল চালু করার পরিকল্পনা ছিল। কিন্তু তিনি প্রযুক্তিগত দিক থেকে একেবারেই অজ্ঞ। অবশেষে অনেক মানুষের উৎসাহে এই চ্যানেলটি খোলেন।

X