সবসময় প্রচণ্ড চাপের মধ‍্যে থাকতে হয়, আমির সম্পর্কে মুখ খুলেই বিষ্ফোরক ভাইঝি জৈন

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান (Aamir Khan)। ব‍্যক্তিগত জীবন পর্দার আড়ালে রাখেন। তিনি যতটুকু চান ততটুকুই শুধু বাইরে আসার সুযোগ পায়। চূড়ান্ত পেশাদার আমিরের ঘনিষ্ঠজন হওয়াটা ঠিক কেমন? সম্প্রতি মুখ খুললেন অভিনেতার ভাইঝি জৈন মেরি খান।

আমিরের তুতো ভাই ছবি নির্মাতা মনসুর খানের মেয়ে হলেন জৈন। ফিল্মি পরিবারের মেয়ে জৈন ইতিমধ‍্যেই বলিউডে পা রেখেছেন। তবে তেমন বড় কোনো ব্রেক তিনি এখনো পাননি। ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন জৈন। পরবর্তীকালে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘মিসেস সিরিয়াল কিলার’ এও দেখা গিয়েছিল তাঁকে।

Zayn Marie Khan
তারকা সন্তান হয়েও সেই অর্থে তেমন সুযোগ পাননি জৈন। বরং আমির খানের ভাইঝি হিসাবে বলিউডে একেবারেই চেনা পরিচিতি নেই তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে জৈন বলেন, তিনি একজন তারকা সন্তান এটা তিনি মেনে নিয়েছেন। কারণ নিজের ব‍্যাকগ্রাউন্ডটাকে সম্মান করা, ভালবাসা উচিত।

একজন তারকা সন্তান হিসাবে তিনি যে সুযোগ সুবিধা গুলো পান তার জন‍্য তিনি কৃতজ্ঞ। কিন্তু তাই বলে সেগুলোর অপপ্রয়োগ করা তাঁর মতে অনুচিত। জৈন বলেন, আমির খানের ভাইঝি হওয়া সহজ নয়। এই পরিচয়টা তাঁর উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। আমির খানের ব্র‍্যান্ডটাকে তাঁকে কাঁধে করে বইতে হয়।

জৈন বলেন, তাঁর আশেপাশের চেনা পরিচিত মানুষরা নিজেদের কাজটাকে অত‍্যন্ত গুরুত্ব দেন। তাই তিনি যদি নিজের কাজ মন দিয়ে না করেন, তিনি যদি ব‍্যর্থ হন তাহলে সকলেই খুব হতাশ হবেন। সেই চাপটা সর্বক্ষণ তাঁর উপরে রয়েছে বলে মন্তব‍্য করেন জৈন।

আমির নিজের দুই ছেলে মেয়ের জন‍্যও নিজের থেকে কোনো পরিচালক, প্রযোজকের সঙ্গে কথা বলেননি। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন আমির। তাঁর কথায়, “আমার সন্তানদের ডেবিউয়ের আগে গোটা প্রক্রিয়াটার মধ‍্যে দিয়ে যেতে হবে। অডিশন দিতে হবে। স্ক্রিন টেস্টে পাশ করতে হবে। অডিশন ছাড়া আমার হোম প্রোডাকশনেও তারা সুযোগ পাবে না। জুনেইদ ও ইরা বলিউডে প্রবেশ করতে ইচ্ছুক। কিন্তু তারা যদি যোগ‍্য না হয় তাহলে আমি সক্রিয় ভাবে কোনো সাহায‍্য করতে পারব না।”

Niranjana Nag

সম্পর্কিত খবর