নতুন সিরিয়ালের আগমনে ‘ঘেঁটে ঘ’ দর্শক! সামনে এল মালা বদল সম্প্রচারের সময়, ক্ষতি হল কার?

   

বাংলা হান্ট ডেস্ক: খুব অল্প সময়ের মধ্যেই জি বাংলার (Zee Bangla) পর্দায় পরপর শুরু হয়েছে একের পর এক নতুন সিরিয়াল (New Serial)। আর টেলিভিশনের পর্দায় এই সমস্ত সিরিয়ালকে জায়গা দিতে একদিকে যেমন একের পর এক শেষ করা হয়েছে বহু জনপ্রিয় ধারাবাহিক তেমনি পাল্টে গিয়েছে বেশ কিছু ধারাবাহিকের সম্প্রচারের সময়।

যা দেখে কার্যত মাথায় হাত দর্শকদের। কিছুতেই যেন সময় মেলানো যাচ্ছে না জি বাংলার পর্দায় সম্প্রচারিত বাংলা সিরিয়ালগুলির (Bengali Serial)। কিছুদিন আগেই স্লট  লিডার ‘মিঠিঝোরা’কে (Mithijhora) রাত ন’টার স্লট  থেকে সরিয়ে পাঠানো হয়েছিল রাত দশটায়। একাধিক নতুন ধারাবাহিক শুরু হওয়ায় এই সিরিয়ালের সম্প্রচারের সময় এগিয়ে করা হয় ৯ টা ৪৫ পর্যন্ত।

কিন্তু নতুন সিরিয়াল ‘মালা বদল’-এর (Malabodol) প্রোমো আসতেই  অনেকে ভেবেছিলেন এই সিরিয়ালটিকে স্টার জলসার প্রতিপক্ষ পুরনো ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র বিপরীতে রাত সাড়ে নটা’র  স্লটে দেওয়া হবে। কিন্তু তা হলো না একেবারেই। জানা যাচ্ছে, আগামী ৮ জুলাই থেকে এই মালাবদল ধারাবাহিকের  সম্প্রচার শুরু হবে রাত ১০-টা ১৫-র স্লটে। যা শেষ হবে রাত ১১ টায়।

আর এই সম্প্রচারের সময় জানতে পেরেই কার্যত মাথায় হাত দর্শকদের। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একজন দর্শক কমেন্ট করেছেন, ‘জি কাকুকে ডাক্তার দেখানো দরকার। কেননা স্লট লিডার মিঠিঝোরা ধারাবাহিককে তার স্লট থেকে সরিয়ে দিয়ে ঠিক করেনি।

আরও পড়ুন: বাদুড়ঝোলা ভিড়ের দিন শেষ! কাজ প্রায় শেষ, শিয়ালদা ডিভিশনে জুলাই থেকেই চলবে ১২ কোচের লোকাল

দরকার হলে মালাবদল ধারাবাহিককে রাত ৯.৩০-এ সম্প্রচার করলে ভালো হয় এবং মিঠিঝোরা ধারাবাহিক রাত ১০.১৫ থেকে থেকে সম্প্রচার করলে ভালো হয়।’ অপর একজন লিখেছেন, ‘কীসব উলটো পালটা সময়। তার মানে নতুন সিরিয়াল এলে মিঠঝোরাকে আবার সাড়ে ৯টা, নতুন সিরিয়াল ১০টা আর মালা বদল সাড়ে ১০টায় রাখবে।’

জানা যাচ্ছে এই নতুন ধারাবাহিকটি পরিচালনা করছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। সিরিয়ালে ‘ঘটক দিদি’ দিতিপ্রিয়ার চরিত্রে  অভিনয় করছেন অভিনেত্রী ঋতু পাইন। নিজে অবিবাহিত হলেও ঘটকালি করাই তাঁর পেশা। অন্য দিকে, ডিভোর্স লইয়ার কাব্যর চরিত্রে রয়েছেন ‘খেলনাবাড়ি’ খ্যাত বিশ্বজিৎ ঘোষ।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর