তুখোড় অভিনয়, দুর্দান্ত গানের গলা! ‘জগদ্ধাত্রী’র কাঁকনের গলায় রবীন্দ্রসঙ্গীত শুনে মুগ্ধ নেটপাড়া

বাংলা হান্ট ডেস্কঃ চলতি সপ্তাহের TRP তালিকায় নজরকাড়া ফলাফল করেছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। একসময় টানা বেঙ্গল টপার হওয়া এই ধারাবাহিক (Bengali Serial) এই সপ্তাহে প্রথম তিনের মধ্যে স্থান করে নিয়েছে। গোয়েন্দা কাহিনী নির্ভর এই সিরিয়ালের অন্যতম আকর্ষণ হন কাঁকন। মূক ও বধির এই চরিত্রে প্রাণ ঢেলেছেন যে শিশু শিল্পী তাঁর নাম হল দেবাঙ্গনা ফৌজদার (Devangana Fouzdar)।

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের (Bengali Serial) কাঁকনের গলায় গান শুনেছেন?

জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিকে কৌশিকীর মেয়ে হল কাঁকন। বিশেষ ক্ষমতাসম্পন্ন এই শিশুর প্রচুর প্রতিভা রয়েছে। এতদিনে বহুবার তার ঝলক দেখেছেন দর্শকরা। আর চরিত্রে যে খুদে অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাচ্ছে, সেই দেবাঙ্গনাও কিন্তু বাস্তব জীবনে ভীষণ ট্যালেন্টেড। তুখোড় অভিনয়ের পাশাপাশি তাঁর গানের গলাও খুব সুন্দর।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও আপলোড করেন দেবাঙ্গনা। সেখানে তাঁকে খালি গলায় রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখা যাচ্ছে। ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ধারাবাহিকের এই খুদে শিশুশিল্পীর গলায় ‘ভেঙে মোর ঘরের চাবি’ শুনে রীতিমতো মুগ্ধ হয়ে গিয়েছে নেটপাড়া। অনেকেই লিখেছেন, খুব সুন্দর গান গায় পর্দার কাঁকন।

আরও পড়ুনঃ TRP কমতেই লালবাতি! বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় এই বাংলা সিরিয়াল, মাথায় হাত দর্শকদের! 

উল্লেখ্য, খাস কলকাতার মেয়ে দেবাঙ্গনা। সল্টলেক শিক্ষা নিকেতন স্কুলের ছাত্রী সে। তাঁর দুই দাদাও রয়েছে, দীপরাজ এবং দেবদত্ত। দীপরাজ একাদশ শ্রেণির ছাত্র এবং দেবদত্ত সবে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছে। দুই দাদার একমাত্র বোন হল দেবাঙ্গনা।


টেলি পর্দায় (Bengali Serial) কাঁকন রূপে অভিনয় করে বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন এই খুদে অভিনেত্রী। তাঁর অভিনয়ের ট্যালেন্টের কথা অনেকেই জানেন। তবে খুব লোকই জানেন, দেবাঙ্গনা খুব সুন্দর আবৃত্তি পাঠ করেন। কয়েকদিন আগে তাঁর আবৃত্তির একটি ভিডিও সমাজমাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। এবার তাঁর গানের ট্যালেন্টে মুগ্ধ হল নেটপাড়া।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর