কলেজের গণ্ডি টপকানোর আগেই সিরিয়ালের নায়িকা! ‘মিঠিঝোরা’র রাইয়ের পারিশ্রমিক কত জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ ‘খেলনা বাড়ি’র মিতুল রূপে পৌঁছে গিয়েছিলেন বাংলার ঘরে ঘরে। সেই সিরিয়াল (Bengali Serial) শেষ হতেই ‘মিঠিঝোরা’র হাত ধরে ফের জি বাংলার পর্দায় ফেরেন আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। মিতুলের পরিচয় ছেড়ে বর্তমানে রাই রূপেই দর্শকদের মনে রাজত্ব করছেন এই টেলি নায়িকা। TRP তালিকায় এই ধারাবাহিক তেমন কামাল না করতে পারলেও সিরিয়ালপ্রেমী দর্শকদের মধ্যে কিন্তু ব্যাপক জনপ্রিয়তা আদায় করে নিয়েছে এই মেগা।

‘মিঠিঝোরা’ সিরিয়ালের (Bengali Serial) রাই কত পারিশ্রমিক পায় জানেন?

তিন বোনের জীবনের ওঠাপড়ার গল্প নিয়ে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) ‘মিঠিঝোরা’ ধারাবাহিকটি। এখানে বড় বোন রাইয়ের ভূমিকায় দেখা যাচ্ছে আরাত্রিকাকে। বাস্তব জীবনে কলেজের প্রথম বর্ষের ছাত্রী আরাত্রিকা ইতিমধ্যেই তিনটি সিরিয়ালে (Bengali Serial) নায়িকার রোলে অভিনয় করে ফেলেছেন। স্বাভাবিকভাবেই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাঁর পারিশ্রমিক। ‘মিঠিঝোরা’ নায়িকা এখন কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন জানেন?

   

জানা যায়, ছেলেবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল ঝাড়গ্রামের মেয়ে আরাত্রিকার। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম, সেখান থেকে অনেক লড়াই করে আজ বাংলা টেলিভিশনের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হয়ে উঠেছেন তিনি। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত বছর ‘খেলনা বাড়ি’র জন্য মাসিক ১ লক্ষ ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেতেন আরাত্রিকা। অনুমান করা হচ্ছে, ‘মিঠিঝোরা’র (Mithijhora) জন্য সেই অঙ্কটা আরও খানিকটা বেড়েছে।

আরও পড়ুনঃ ‘৫ লক্ষ…’! হুগলির স্কুল পড়ুয়াদের বিশেষ উপহার সাংসদ রচনার, প্রশংসায় পঞ্চমুখ সকলে

আরাত্রিকা (Aratrika Maity) যখন ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে সুযোগ পেয়েছিলেন, সেই সময় তিনি স্কুলছাত্রী। বাস্তব জীবনে স্কুলের গণ্ডি পেরনোর আগেই মায়ের ভূমিকায় তাকলাগানো অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন। বর্তমানে আরাত্রিকা কলেজ পড়ুয়া। কলকাতায় মা-বাবার সঙ্গে থাকেন এই টেলি অভিনেত্রী। পড়াশোনা আর শ্যুটিং- এই নিয়েই দিন কাটে তাঁর।

Aratrika Maity

কলকাতার বুকে মা-বাবাকে একটা বাড়ি তৈরি করে দেওয়ার স্বপ্ন রয়েছে আরাত্রিকার। সেই সঙ্গেই ইন্ডাস্ট্রিতে নিজেকে আরও প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি। এই মুহূর্তে রাই চরিত্রে অভিনয় করে দর্শকদের অগাধ ভালোবাসা পাচ্ছেন। আগামী দিনে আরাত্রিকা আরও ভালো ভালো প্রোজেক্টে কাজ করবেন এটাই আশা করবেন সকলে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর