বাজিমাত জি বাংলার, রিয়েলিটি শোয়ের বিচারক হয়ে আসছেন বাংলার ঘরের মেয়ে মৌনি রায়-মহাগুরু মিঠুন!

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: স্টার জলসা একদিনের জন‍্য অতিথি বিচারক রূপে এনেছিল মৌনি রায়কে (Mouni Roy)। টেক্কা দিয়ে রিয়েলিটি শোয়ের গোটা সিজনের জন‍্যই অভিনেত্রীকে রেখে দিল জি বাংলা। চ‍্যানেলের আসন্ন নাচের রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’এ বিচারকের আসনে দেখা যাবে কোচবিহারের বঙ্গ কন‍্যাকে, সূত্রের খবর বলছে এমনটাই।

কোচবিহারের মেয়ে মৌনি হিন্দি সিরিয়াল দিয়ে কেরিয়ার শুরু করেন। এখন বলিউডে বেশ জনপ্রিয় নাম তিনি। ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। সেই ছবির প্রচারেই জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’এ এসেছিলেন মৌনি। বাংলার মেয়েকে পেয়ে খুশি হয়েছিলেন দর্শকরা। এবার একই পন্থা অবলম্বন করছে জি-ও।


সম্প্রতি এক সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন মৌনি। তিনি জানান, কলকাতায় কাজ করার ইচ্ছা তাঁর অনেকদিনের। ডান্স বাংলা ডান্সের মাধ‍্যমে পূরণ হতে চলেছে সেই ইচ্ছা। কলকাতায় এসে দক্ষিণেশ্বর মন্দির এবং ভিক্টোরিয়া যাওয়ার পরিকল্পনা রয়েছে মৌনির। পাশাপাশি এখানের এগরোল, চাইনিজ, নলেন গুড়ের সন্দেশও রয়েছে মৌনির খাবারের তালিকায়।

শুধু মৌনি নন, এবারের সিজনে ডবল সারপ্রাইজ দিতে চলেছেন ডান্স বাংলা ডান্স নির্মাতারা। বেশ কয়েক বছর পর ফের জি তে ফিরতে চলেছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। ডান্স বাংলা ডান্সের মঞ্চে মিঠুনকে বরাবর মহাগুরুর আসনে দেখা গিয়েছে। কিন্তু মাঝে তিনি চ‍্যানেল বদলে চলে যান স্টার জলসার ডান্স ডান্স জুনিয়রে। দর্শকদের দাবি মেনেই আবার মিঠুন ফিরছেন বলে খবর।

প্রসঙ্গত, গত সিজনে ডান্স বাংলা ডান্সের বিচারকের আসনে দেখা গিয়েছিল জিৎ, শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় এবং গোবিন্দাকে। জিৎ এরপর জলসার রিয়েলিটি শোয়ের সঞ্চালনার দায়িত্ব নেন। এই সিজনে কি তিনি ফের জি তে ফিরবেন? মৌনির সঙ্গে আর কাকে কাকে দেখা যাবে বিচারক হিসাবে? উত্তরগুলো আপাতত অধরা।

সম্পর্কিত খবর

X