‘জগদ্ধাত্রী’র কাঁকন রূপে জিতেছেন দর্শকমন! এই খুদে অভিনেত্রীর আসল পরিচয় চমকে দেবে

বাংলা হান্ট ডেস্কঃ এই মুহূর্তে জি বাংলার পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali Serial) হল ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। একসময় প্রত্যেক সপ্তাহে TRP তালিকায় রাজত্ব করতো এই মেগা। বর্তমানে রেটিং খানিকটা কমলেও দর্শকমনে এই ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু একই রয়েছে। জগদ্ধাত্রী ওরফে জ্যাস, কৌশিকীদের রোজ না দেখলে মন ভরে না অনেকের। এই সিরিয়ালেই বড়দের টেক্কা দিয়ে আলাদা করে নজর কেড়ে নিয়েছে ছোট্ট কাঁকন। খুদে এই অভিনেত্রীর আসল পরিচয়ই তুলে ধরা হল আজকের প্রতিবেদনে।

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের (Bengali Serial) কাঁকনের আসলে কে জানেন?

জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের কাঁকন (Kankan) বিশেষ ক্ষমতাসম্পন্ন একজন শিশু। কৌশিকীর মেয়ে মুখে কথা বলতে না পারলেও তার প্রচুর প্রতিভা রয়েছে। এই চরিত্রেই তাকলাগানো অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছে শিশু শিল্পী দেবাঙ্গনা ফৌজদার (Devangana Fouzdar)। খাস কলকাতার মেয়ে দেবাঙ্গনা। এখানেই জন্ম এবং বেড়ে ওঠা। কলকাতার সল্টলেক শিক্ষা নিকেতনের এই ছাত্রী আজ নিজের অভিনয়ের সুবাদে পৌঁছে গিয়েছে বাংলার ঘরে ঘরে।

পর্দার কাঁকনের ডাকনাম গুনগুন। তাঁর বাবা অনুপম একজন সরকারি কর্মী এবং মা সুবর্ণা গৃহবধূ। ছোট্ট দেবাঙ্গনার দুই দাদা রয়েছে। একজনের নাম দীপরাজ এবং অপরজন দেবদত্ত। দীপরাজ একাদশ শ্রেণির ছাত্র এবং দেবদত্ত সবে কলেজে ভর্তি হয়েছে। দুই দাদার একমাত্র বোন হল দেবাঙ্গনা।

আরও পড়ুনঃ সমলিঙ্গ বিয়েকে দেওয়া হবে আইনি স্বীকৃতি? রায় পুনর্বিবেচনার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি জি বাংলার জনপ্রিয় দুই রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ এবং ‘দাদাগিরি’তেও অংশগ্রহণ করেছিলেন দেবাঙ্গনা। অনেকেই জানেন না, পর্দার কাঁকন কিন্তু বাস্তবে খুব সুন্দর নাচ করে। সেই সঙ্গে দারুণ আবৃত্তিও পাঠ করে সে। কয়েকদিন আগেই সমাজমাধ্যমে দেবাঙ্গনার আবৃত্তির একটি ভিডিও দারুণ ভাইরাল হয়েছিল।

Jagaddhatri serial Kankan actress Devangana Fouzdar

অভিনয় এবং পড়াশোনার ফাঁকে বাকি সময়টা বাড়ির লোকের সঙ্গেই কাটায় ছোট্ট দেবাঙ্গনা। তার বাড়িতে দুই সারমেয় রয়েছে, জিনি এবং দুষ্টু। ছোট্ট বয়সেই সমাজমাধ্যমেও বেশ জনপ্রিয় এই অভিনেত্রী। ফেসবুক এবং ইনস্টাগ্রামের পাশাপাশি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। সেখানে সাবস্ক্রাইবারের সংখ্যা ২ লক্ষের বেশি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর