টমেটাসুর-করোনাসুর, একি মহালয়া নাকি যাত্রাপালা! জি বাংলার উপরে ক্ষুব্ধ দর্শক

বাংলাহান্ট ডেস্ক: গুটি গুটি পায়ে পুজো তো এসেই পড়ল। আর সপ্তাহ দুই পরেই মহালয়া (Mahalaya)। রেডিও ঝাড়পোঁছের সঙ্গে সঙ্গে কোন চ‍্যানেলে কখন মহালয়ার অনুষ্ঠান দেখা যাবে সেদিকেও নজর রাখছে বাঙালি। আর মহালয়ার অনুষ্ঠানের কথা উঠলে জি বাংলার প্রসঙ্গ উঠবে না তা কী হয়?

এ বছর জি বাংলার মহালয়া অনুষ্ঠানের নাম ‘ত্রিনয়নী সিংহবাহিনী’। মহিষাসুরমর্দিনীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়কে। এছাড়া অন‍্যান‍্য দেবীদের চরিত্রে রয়েছেন মিঠাই, গৌরী, হংসিনী, রঞ্জা সহ বিভিন্ন সিরিয়ালের অভিনেত্রীদের। শিবের ভূমিকায় থাকছেন রুবেল দাস।

Subhashree mahalaya 1
কিন্তু মহালয়া তো অসুরদের ছাড়া অসম্পূর্ণ। মহিষাসুর সহ ভয়ঙ্কর অসুর বাহিনীর বিরুদ্ধে লড়াই করেই তো জগৎ সংসারে নিজের মহিমা প্রতিষ্ঠা করেছিলেন দেবী মহামায়া। তাই অসুর থাকা মাস্ট‌। কিন্তু মহালয়ার অনুষ্ঠানে যেসব অসুরদের দেখা যায় তাদের দেখলে মনে ভয়ের থেকে বেশি কৌতুকের অনুভূতি জাগে।

দেবদেবী, অসুরদের সাজসজ্জায় প্রতিটি চ‍্যানেলই নিজেদের ক্রিয়েটিভ দিক ফুটিয়ে তোলার চেষ্টায় থাকে। বিশেষ করে অসুরদের সাজসজ্জা হয় দেখার মতো। কখনো তা প্রশংসা কুড়ায়, কখনো পরিণত হয় মিমে। এর আগে পাইপ দিয়ে মহিষাসুরের শিং বানানোর অভিযোগে ট্রোলড হয়েছিল জি বাংলা।

Mohalaya
কিন্তু শোধরানোর পাত্র নয় চ‍্যানেল। তা এবারের মহালয়ার ঝলক দেখেই স্পষ্ট। কিছুদিন আগে দেবী দূর্গা রূপে শুভশ্রীর লুক আর নাচ নিয়ে একপ্রস্থ হাসি ঠাট্টা হয়েছিল। কিন্তু তা ছাপিয়ে গেল অসুররা। সম্প্রতি অসুর স্পেশ‍্যাল প্রোমো প্রকাশ‍্যে এনেছে জি বাংলা। তার মধ‍্যে লাল ও সবুজ রঙা দুই অসুরকে দেখে নেটিজেনরা নাম দিয়েছেন, টমেটাসুর এবং করোনাসুর।

Mohalaya scaled
মাথায় কাঁটা ওয়ালা এক অসুরকে দেখে হেসেই গড়াগড়ি খাচ্ছে নেটনাগরিকরা। দেবী দূর্গাকে শেষে কিনা করোনাসুরের সঙ্গে লড়তে হবে! অনেকে আবার রীতিমতো বিরক্ত। মহালয়াকে নিয়ে কী যাত্রাপালা শুরু করেছে জি বাংলা! এসব ছ‍্যাবলামো না করলেই নয়? প্রশ্ন ক্ষুব্ধ দর্শকদের। অনেকে আবার গুছিয়ে মিমও বানাতে বসে গিয়েছেন লাল সবুজ অসুরদের নিয়ে।

Niranjana Nag

সম্পর্কিত খবর