বাংলাহান্ট ডেস্ক : সিরিয়াল (Serial) পাড়ায় কখন যে কী ঘটে যায় তা আগে থেকে মোটেই টের পাওয়া যায় না। রমরমিয়ে চলা সিরিয়াল আচমকাই টিআরপির পতনে পাততাড়ি গোটায়। কোথাও দু তিন মাসেই ধারাবাহিক (Serial) বন্ধ হচ্ছে, কোথাও আবার তিন বছর পেরিয়েও ঢিমে তালে চলছে গল্প। দর্শকদের দাবি মেনেও অনেক সময় সিদ্ধান্ত বদলান নির্মাতারা।
সিরিয়াল (Serial) নিয়ে বড় সিদ্ধান্ত জি বাংলার
মাস খানেক আগেই জি বাংলার ‘পুবের ময়না’ শেষ হতে বসেছিল। শেষ শুটিংও সেরে ফেলেছিলেন কলাকুশলীরা। কিন্তু তারপরেই চমক। দর্শকদের দাবিতে সিরিয়াল (Serial) বন্ধ না হয়ে বরং নতুন গল্প নিয়ে শুরু হয়েছে আবার। এবার আবারও কি একই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে জি বাংলায়? অন্তত গুঞ্জন বলছে তেমনটাই।
এখনই থামছে না গল্প: দর্শকদের দাবিতে অসাধ্য সাধন হতে দেখা গিয়েছে আগেও। এবারও এমন এক খবর সামনে এসেছে যা শুনে রীতিমতো উচ্ছ্বসিত দর্শকরা। খোলসা করেই বলা যাক সবটা। আসলে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, শেষ হতে চলেছে জি এর অন্যতম পুরনো সিরিয়াল (Serial) ‘নিম ফুলের মধু’। এমনকি নায়ক রুবেল দাসের নতুন মেগার শুটিং শুরু করার গুঞ্জনও শোনা গিয়েছে। তবে এবার নতুন করে কানাঘুষো শোনা গেল, এখনই শেষ হচ্ছে না নিম ফুলের মধু।
আরো পড়ুন : হুড়মুড়িয়ে এগোচ্ছে গল্প, মাত্র ৫ মাসেই শেষ সিরিয়াল! চ্যানেল বয়কটের ডাক দর্শকদের
কী পরিকল্পনা নির্মাতাদের: আসলে সৃজন পর্ণার গল্প শেষের দিকে এসে পৌঁছালেও পুঁটি অভিষেকের গল্প সবে শুরু হতে চলেছে। এদিকে স্লটহারা হলেও টিআরপি তালিকায় খুব একটা খারাপ ফল করছে না নিম ফুল। সব মিলিয়ে নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে, বড় বদল আসতে চলেছে নিম ফুলের মধুতে (Serial)। বদলে যেতে পারে নায়ক নায়িকা। নতুন চরিত্রদের নিয়ে এগোতে পারে গল্প। সেক্ষেত্রে হয়তো স্লট ফের বদলাতে পারে সিরিয়ালের (Serial)। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি চ্যানেলের তরফে। সবটাই রয়েছে গুঞ্জনের পর্যায়ে।
আরো পড়ুন : মোদী-ট্রাম্প বৈঠকের বড় চমক, “মিশন ৫০০” ঘোষণা করল ভারত-আমেরিকা! ব্যাপারটা কী?
এদিকে গুঞ্জন বলছে, জি এরই আসন্ন সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাবে রুবেলকে। ধারাবাহিকে নায়িকা হতে পারেন নবাগতা মধুরিমা চক্রবর্তী। সঙ্গে অভিনেত্রী মোহনা মাইতিও এই সিরিয়ালের হাত ধরেই কামব্যাক করছেন বলে খবর।