বাংলাহান্ট ডেস্ক : যত দিন গড়াচ্ছে ততই কঠিন থেকে কঠিনতর হচ্ছে টিআরপির লড়াই। দর্শকদের মন জয় করে পর্দায় টিকে থাকার চেষ্টা করছে বিভিন্ন সিরিয়ালগুলি (Serial)। তবে টিআরপি তুলতে গিয়েই কার্যত নাকানিচোবানি খাচ্ছে অনেক ধারাবাহিক। গল্পে টুইস্ট এনে, বিভিন্ন পরিবর্তন করেও টিআরপি উঠছে না। এমনকি কিছু কিছু ক্ষেত্রে স্লট বদলেও তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।
চ্যানেলের সিরিয়ালে (Serial) বড়সড় রদবদল
জি বাংলায় সম্প্রতি বেশ কিছু অদলবদল হয়েছে এবং আগামীতেও হতে চলেছে। কারণ দুটি সিরিয়াল (Serial) শেষ হয়েছে এই চ্যানেলে। তিনটি নতুন সিরিয়াল শুরু হতে চলেছে। আরো একটি ধারাবাহিক বন্ধের গুঞ্জন শোনা যাচ্ছে। পাশাপাশি দুটি সিরিয়ালের (Serial) স্লটও বদল হয়েছে। কিন্তু টিআরপিতে আদৌ কি কোনো প্রভাব পড়েছে?
স্লট বদলেছে মেগার: রাত সাড়ে নটার স্লটে সম্প্রতি শুরু হয়েছে ‘দুগ্গামণি ও বাঘমামা’। এই সময়ে আগে সম্প্রচারিত হত ‘মিঠিঝোরা’। কিন্তু নতুন সিরিয়াল (Serial) আসায় স্লট বদল হয়েছে এই ধারাবাহিকের। রাত দশটা পনেরোয় চলে গিয়েছে মিঠিঝোরা। শুধু তাই নয়, গল্পে নতুন টুইস্ট এসেছে, নতুন অধ্যায়ও শুরু হতে চলেছে। কিন্তু টিআরপি যে কে সেই।
আরো পড়ুন : সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে সিরিয়ালে এন্ট্রি “ফুগলা”র! বিরাট চমক দিল জি বাংলার মেগা
কী ঘটবে আগামীতে: নম্বরে বিশেষ কিছু বদল আসেনি মিঠিঝোরায়। দর্শকদের একাংশের সিরিয়ালটি (Serial) বেশ পছন্দ হলেও টিআরপিতে তেমন কোনো প্রভাব পড়েনি। তাই ফের গুঞ্জন শুরু হয়েছে এই সিরিয়ালের (Serial) সমাপ্তি নিয়ে। বর্তমানে দেখা যাচ্ছে, অনেক বাধাবিপত্তি পেরিয়ে আবারও এক হয়েছে রাই অনির্বাণ। খুব শীঘ্রই তাদের মাঝে আসবে এক খুদে সদস্য।
আরো পড়ুন : TRP আনতে “মোক্ষম” মোচড়, নতুন স্লটে খোদ নায়িকাই সরছেন সিরিয়াল থেকে!
এদিকে নীলাঞ্জনা দিদিকে সেই সুখ পেতে দেবে না। এমতাবস্থায় সিরিয়াল শেষ হলে নীলুর শাস্তি আর রাই অনির্বাণের মিলন দিয়েই শেষ হওয়ার কথা। নির্মাতারা এখনো কোনো মন্তব্য না করলেও টেলিপাড়ায় এই সিরিয়াল নিয়ে গুঞ্জন রয়েছে অব্যাহত।