বাংলা হান্ট ডেস্ক : বুধবার ২ অক্টোবর ছিল মহালয়া (Mahalaya)। ইতিমধ্যেই পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবী পক্ষের শুভ সূচনা ঘটেছে। সময়ের নিয়মে অনেক কিছুতে বদল আসলেও মহালয়ার (Mahalaya) ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে রেডিওতে মহিষাসুরমর্দিনী না শুনলে আজও শুরু হয় না বাঙালির দুর্গাপুজো। তবে রেডিওতে মহিষাসুরমর্দিনী শোনার পাশাপাশি এখন সকলেরই ব্যাপক উৎসাহ থাকে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত মহালয়ার (Mahalaya) প্রভাতী অনুষ্ঠান নিয়েও।
মহালয়ায় (Mahalaya) শিব-পার্বতীর নাচ দেখে ট্রোলিং
প্রতিবারের মতো এবারও তার ব্যতিক্রম হয়নি। এ বছর জি বাংলার এই মহালয়া অনুষ্ঠানের নাম ছিল নবরূপে দুর্গা। এই অনুষ্ঠানে দেবী দুর্গার রূপে টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে দেখা গেলেও দেবীর অন্যান্য রূপে ধরা দিয়েছিলেন বাংলা সিরিয়ালের একাধিক জনপ্রিয় অভিনেত্রীরা।
তাঁদের মধ্যে অন্যতম ছিলেন দেবী চন্দ্রঘন্টা। দেবীর এই বিশেষ রূপে দেখা গিয়েছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মোহনা মাইতিকে। আর মহাদেবের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা অভিষেক বসু। এই মহালয়াতেই দেবী চন্দ্রঘন্টা এবং শিবের নাচের একটি দৃশ্য ছিল। সেই অংশই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে দেব-দেবীর নাচের ভঙ্গিমা থেকে শুরু করে এই নাচের জন্য যে গান বেছে নেওয়া হয়েছে তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং।
আরও পড়ুন : ছোট্ট মিহি আবার ফিরছে জি বাংলায়! আসছে কোন সিরিয়াল?
বিশেষ করে ভিডিওটি ভালো করে দেখলে বোঝা যাবে ব্যাকগ্রাউন্ডে যে গানটি বাজছে তার সাথে শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত দেবদাস সিনেমার ‘কাহে ছেড় ছেড় মোহে’ গানের সুরের হুবহু মিল রয়েছে। শুধু তাই নয় এই গানে যে তালে মহাদেব এবং দেবী চন্দ্রঘন্টা নাচ করছেন তার সাথে মিল রয়েছে স্ত্রী ২ সিনেমার বিখ্যাত গান ‘আজ কি রাতের।’
ফেসবুকে এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে এক ব্যক্তি লিখেছেন, ‘কেমন যেন চেনা চেনা লাগছে না গানটা! থাক মাথায় আর চাপ দিতে হবে না বলে দিচ্ছি, কাহে ছেড় ছেড় মোহে, দেবদাস মুভির গানের সাথে মিল আর নাচের স্টেপ সেটাও বলে দিচ্ছি আজ কি রাত স্ত্রী ২ ।’ রসিকতা করে একজন লিখেছেন ‘কী ভয়ানক! ভাগ্যিস এসব দেখিনি! যারা নিজেদের সাধের ঘুম ত্যাগ করে এসব দেখতে উঠেছিল, তাদের সমবেদনা জানাই।’
এরপরেই ক্ষুব্ধ এক দর্শক লিখেছেন, ‘বাবা দেবীর কোমর দুলানো দেখে তো আমি পুরোই ফিদা। ধর্ম নিয়ে নোংরামি টা শুধুমাত্র হিন্দু ধর্মেই সম্ভব। অন্যান্য আর কোন সম্পদায়ের মধ্যে এটা দেখা যায় না।’