TRP তালিকায় ঝড় উঠবে! আসন্ন মেগায় নতুন নায়িকার সাথে জুটি বাঁধছেন উদয়

বাংলা হান্ট ডেস্ক : জল্পনাকে সত্যি করেই এবার এসে গেল জি বাংলার আরও এক নতুন বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘পরিণীতা’র  প্রোমো দীর্ঘদিন ধরে পার্শ্বচরিত্রে অভিনয় করার পর এই ধারাবাহিকের হাত প্রথমবার নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা উদয় প্রতাপ সিং (Udai Pratap Singh)।

এসে গেল নতুন বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘পরিণীতা’র  প্রোমো

এতদিন দর্শকরা তাঁকে দেখেছেন জি বাংলারই আরও এক সুপারহিট বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘নিম ফুলের মধু’তে। এই ধারাবাহিকের নায়ক সৃজনের ভাই চয়নের ভূমিকায় অভিনয় করে ইতিমধ্যেই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন উদয়। আর এবার নতুন সিরিয়ালে (Bengali Serial) তিনি প্রধান নায়ক রায়ানের ভূমিকায় অভিনয় করছেন।

এই সিরিয়ালে রায়ান কলেজের রোমিও। তাঁর জন্য পাগল সব মেয়েরা।  তাই রায়ান  বাইকে চেপে কলেজে আসতেই তাকে ঘিরে ধরে সব সুন্দরী মেয়েরা।  প্রকাশ্যে  আসা সিরিয়ালের নতুন  প্রোমোতেই  দেখা গেল এই আসন্ন মেগায় থাকছেন বাংলা সিরিয়ালের জগতের এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী।

প্রথম ঝলকেই  নজর কেড়েছেন এই সিরিয়ালের খলনায়িকা শিরিন। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন হরগৌরি পায়েস হোটেল খ্যাত মালতি অভিনেত্রী সুরভী মল্লিক। একদিকে কলেজের মেয়েরা রায়ানের  জন্য পাগল তো অন্যদিকে ছেলেরা পাগল শিরিনের জন্য। তবে এই সিরিয়ালে উদয়ের নায়িকা পারুলের চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী ঈশানি।

আরও পড়ুন : দীপা অতীত! এবার ছোট পর্দায় মিশিতার মায়ের চরিত্রে থাকছেন বাসবদত্তা

কিন্তু পারুলের পোশাক আশাক, হাবভাব কিংবা কথাবার্তায় আধুনিকতার ছোঁয়া না থাকায় কিংবা সে সুরভীর মত মডার্ন না হওয়ায় তাঁকে একেবারেই পছন্দ করে না রায়ান। অর্থাৎ সিরিয়ালের প্লট অনুযায়ী এই ধারাবাহিকের নায়ক-নায়িকা দুজনেই একই কলেজের স্টুডেন্ট।

তবে টুইস্ট রয়েছে এই প্রোমোর দ্বিতীয় ভাগে। সেখানে দেখা যাচ্ছে, এই পারুল আর রায়ান আসলে বিবাহিত। রায়ান  কলেজের রাগ বাড়িতে এসেও দেখায় পারুলের ওপর। আর মুখের জানিয়ে দেয়, ‘আই হেট ইউ’। তবে রায়ানের বাড়ির লোকজন বড্ড সাপোর্টিভ। বাড়ির ছেলে বৌমার ওপর রাগ দেখালেও তারা সবাই পারুলকেই সাপোর্ট করেন।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর