বাংলাহান্ট ডেস্ক: প্রথম ঝলকেই চোখে ধাঁধা লাগিয়ে দিল ‘উড়ন তুবড়ি’ (Uron Tubri)। হ্যাঁ, এই নামেই নতুন সিরিয়াল (Bengali Serial) আসছে ‘জি বাংলা’য়। তিন বোনের গল্প নিয়ে সিরিয়াল শুরু হওয়ার খবর আগেই মিলেছিল। অপেক্ষা ছিল প্রথম প্রোমোর। এবার সেটাও চলে এল চ্যানেলে। আর প্রথম বারেই দমদার সংলাপে দর্শকদের কার্যত চমকে দিল তুবড়ি।
প্রোমো থেকে যা বোঝা যাচ্ছে, তিন বোনের গল্প হতে চলেছে এটি। মাকে নিয়ে তাদের সংসার। ঠেলাগাড়িতে চপের দোকান তিন বোনের। ওই রোজগার থেকেই সংসার চলে তাদের। এর মাঝেই দৃশ্যে এনট্রি তাদের বাবা ও সৎ মায়ের। তারা দুজনেই অবশ্য গল্পে খলনায়ক। গাড়ির ধাক্কা দিয়ে ছোট্ট ঠেলাগাড়িটি ভেঙে দিতে বা প্রাক্তন স্ত্রীকে আঘাত দিতেও দুবার ভাবেন না ভদ্রলোক।
কিন্তু পড়ে পড়ে মার খাওয়ার পাত্রী নয় বোনেরা। বরং ইঁটের বদলে পাটকেল দিতেই বিশ্বাসী তুবড়ি। তাই মায়ের কপালে রক্ত দেখেই আধলা ইঁট ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙে দেয় তুবড়ি। সঙ্গে আগুনে সংলাপ ‘আমি ফুলঝুড়িও নই, কালিপটকাও নই। আমি তুবড়ি। একবার জ্বললে সহজে নিভি না।’
প্রোমো দেখে উচ্ছ্বসিত নেটিজেনরা। আবার অনেকের দাবি, অন্যান্য সিরিয়ালের মতোই হতে চলেছে এটার গল্পও। আবার সেই গ্রামের মেয়ে, শহরের ছেলের প্রেম। প্রথমে তুবড়ি বললেও বিয়ের পর সেই এক গল্প। একটু অন্য ধরনের গল্প দেখার আশায় রয়েছেন নেটিজেনরা। সেটা ‘উড়ন তুবড়ি’ দেখাতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা।
তিন বোনের গল্প শুনে অভিযোগ উঠেছিল, ‘গাঁটছড়া’র নকল হতে চলেছে এই সিরিয়ালটিও। যদিও প্রযোজক ফিরদৌসল হাসান জানিয়েছিলেন, তিন বোনের গল্প আসছে সেটা ঠিক। তবে এর মানে এমন নয় যে গাঁটছড়ার অনুকরণ করা হবে।
https://www.instagram.com/p/CaodhCbKMlN/?utm_medium=copy_link
উল্লেখ্য, তিন বোনের গল্প দেখা যাচ্ছে, জি এরই অপর সিরিয়াল ‘উমা’তে। নতুন সিরিয়ালে তিন বোনের চরিত্রে থাকছেন সুকন্যা বসু, সোহিনী বন্দ্যোপাধ্যায় এবং সৌমী চট্টোপাধ্যায়। মায়ের চরিত্রে দেখা যাবে লাবণী সরকারকে।