বাংলাহান্ট ডেস্ক : একদিকে যেমন পরপর সিরিয়াল (Serial) শেষের গুঞ্জন, তেমনি আবার নতুন ধারাবাহিক আসার খবরে উচ্ছ্বাসও দেখা যায় দর্শক মহলে। আগামীতে জি বাংলা এবং স্টার জলসা দুই চ্যানেলেই আসছে বেশ কয়েকটি নতুন ধারাবাহিক। পরপর প্রায় ৩-৪ টি নতুন সিরিয়াল (Serial) আসছে জি বাংলায়। এমনকি একটি সিরিয়াল শেষ হওয়ার আগেই নায়কের নতুন ধারাবাহিকে পা রাখার খবর শোনা গিয়েছে।
নতুন সিরিয়াল (Serial) নিয়ে বড় খবর
একদিকে যেমন নতুন নতুন সিরিয়াল (Serial) আসছে, তেমনি সেইসব সিরিয়ালে নায়ক নায়িকা রূপে কাদের দেখা যাবে তা নিয়েও চলছে জল্পনা। কিছু ধারাবাহিকে (Serial) পা রাখছেন নবাগতা অভিনেতা অভিনেত্রীরা, আবার কিছু কিছু ধারাবাহিকে (Serial) দীর্ঘদিন পর কামব্যাক করছেন জনপ্রিয় নায়ক নায়িকারা। এমনি একটি আসন্ন সিরিয়াল নিয়ে এল বড় খবর।
ফিরছেন জনপ্রিয় নায়িকা: খুব শীঘ্রই জি বাংলায় আসতে চলেছে একটি নতুন সিরিয়াল (Serial)। শ্রীজিৎ রায় এবং সৌভিক চক্রবর্তীর আসন্ন সিরিয়ালটি নিয়ে বেশ কিছুদিন ধরেই জটিলতা চলছিল টেলিপাড়ায়। শুটিং আটকে ছিল বেশ কিছুদিন। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এবার এই সিরিয়াল (Serial) নিয়েই এল বড় আপডেট। এই ধারাবাহিকের হাত ধরেই ফের ছোটপর্দায় কামব্যাক করছেন জনপ্রিয় অভিনেত্রী।
আরো পড়ুন : ধুঁকছে সিরিয়াল, অস্তগত TRP, ৩ বছর পুরনো মেগা নিয়ে এবার বড় সিদ্ধান্ত চ্যানেলের! হয়ে গেল শেষ শুটিং
দীর্ঘ বিরতির পর ফিরছেন নতুন মেগায়: জি এর জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম নাম মোহনা মাইতি। তাঁর উত্থান রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স দিয়ে। তারপরেই ‘গৌরী এলো’ সিরিয়ালের (Serial) হাত ধরে অভিনয়ে পা রাখেন তিনি। প্রথম ধারাবাহিকেই সাড়া ফেলে দিয়েছিলেন মোহনা। বাংলা সেরাও হয়েছিল সিরিয়ালটি। ওই সিরিয়াল (Serial) শেষের বেশ কিছুদিন পর ‘কে প্রথম কাছে এসেছি’ সিরিয়ালের নায়িকা হয়ে কামব্যাক করেন মোহনা। সেই সিরিয়ালও শেষ হয়েছে অনেকদিন হয়ে গেল।
আরো পড়ুন : স্টারলিংকের হাই স্পিড ইন্টারনেট এবার ভারতে! মাস্ক-মোদীর ৫৫ মিনিটের বৈঠকে হল কী কী আলোচনা?
এবার ফের নতুন সিরিয়ালে ফিরছেন মোহনা। উল্লেখ্য, এর আগে শোনা গিয়েছিল আসন্ন ধারাবাহিকে রুবেলের বিপরীতে দেখা যাবে নবাগতা মধুরিমা চক্রবর্তীকে। সেক্ষেত্রে মোহনাকে নায়িকা হিসেবে দেখা যাবে নাকি অন্য চরিত্রে তা এখনো স্পষ্ট নয়।