বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন চ্যানেলে যেমন নতুন নতুন সিরিয়াল (Serial) শুরু হচ্ছে, তেমনি সেই সব ধারাবাহিকে ফিরছেন জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। সাম্প্রতিক বেশ কিছু সিরিয়ালেই বড়পর্দা তথা ছোটপর্দার জনপ্রিয় নায়ক নায়িকাদের কামব্যাক করতে দেখা গিয়েছে। এবার টেলিভিশন তথা সিনেমার আরো এক জনপ্রিয় নায়িকা ফিরলেন সিরিয়ালে (Serial)।
আবারো নতুন সিরিয়ালে (Serial) ফিরলেন অভিনেত্রী
ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী তিনি। কাজ করেছেন বেশ কিছু সিরিয়ালে (Serial)। তবে সাধারণত বেশ বাছাই করেই প্রোজেক্ট জন্য ‘হ্যাঁ’ বলেন তিনি। দর্শকদের কাছে আজও জনপ্রিয় তাঁর ‘বয়েই গেলো’, ‘নেতাজি’র মতো সিরিয়ালের (Serial) চরিত্রগুলি। শেষবার জি বাংলাতেই ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। অবশেষে মাঝে বেশ কিছুদিনের বিরতির পর আবারো নতুন সিরিয়ালে (Serial) ফিরলেন তিনি।
নিজেই জানিয়েছেন সুখবর: ঠিকই ধরেছেন, কথা হচ্ছে অভিনেত্রী বাসবদত্তা চট্টোপাধ্যায়ের ব্যাপারে। কার কাছে কই মনের কথা মাঝপথে বন্ধ হওয়ার পর আর কোনো ধারাবাহিকে (Serial) দেখা যায়নি তাঁকে। শেষমেশ ছোটপর্দার টানে আবারো ফিরলেন তিনি। তবে এবার একেবারে ভিন্ন স্বাদের এক প্রোজেক্টে। টিআরপির রেষারেষি থেকে দূরে সরে ১০০ পর্বের টেলিসিরিজ আবার ফিরেছে ছোটপর্দায়। দূরদর্শনে শুরু হয়েছে সাপ্তাহিক টেলি সিরিজ ‘হরি ঘোষের গোয়াল’। এখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বাসবদত্তাকে। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই সুখবর জানিয়েছেন তিনি।
আরো পড়ুন : “ভারতের প্রচুর টাকা…”, ২১ মিলিয়ন ডলারের অনুদান বন্ধ করে “স্পষ্ট কথা” ট্রাম্পের
শুরু হয়েছে নতুন ধারাবাহিক: কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিকল্পনায় এবং নন্দিনী চট্টোপাধ্যায়ের পরিচালনায় কমেডিতে মোড়া সিরিয়ালের (Serial) মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু। ঘোষ বাড়ির কর্তা হরি প্রসন্ন ঘোষের চরিত্রে রয়েছেন তিনি। এছাড়াও রয়েছে আরো অনেক মজার চরিত্র। এবার যোগ দিলেন বাসবদত্তাও।
আরো পড়ুন : জি পাঠালো কড়ি-চকোলেট, পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জলসার উপহারে এল কোন চমক?
বর্তমানে যেখানে সিরিয়াল (Serial) মানেই তা কয়েক মাস বা কয়েক বছর পর্যন্ত টানা হয়। সঙ্গে টিআরপির লড়াই তো রয়েছেই। কিন্তু এই টেলি সিরিজ সেখানে ব্যতিক্রম। মাত্র ১০০ পর্বেই ইতি টানা হবে এই ধারাবাহিকে। তবে হালকা হাসির গল্প, দক্ষ অভিনয় দিয়ে খুব কম সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছে হরি ঘোষের গোয়াল।